ভালো আছেন অভিনেত্রী প্রিয়া আমান

গত ৬ মার্চ ছড়িয়ে পড়েছিল অভিনেত্রীর প্রিয়া আমানের মৃত্যুর গুজব। পরবর্তীতে অভিনেত্রী জানান, তার ফেসবুক হ্যাক করে গুজবটি ছড়ানো হয়েছিল।

৬ মার্চ (শনিবার) রাত ৩টায় এক স্ট্যাটাসে উল্লেখ করা হয়, ‘প্রিয়া আমার আর নেই।’

এমন স্ট্যাটাস দেখে শোকাহত হয়ে পড়েছিল শোবিজের অনেকে। তবে মৃত্যুর খবর নিশ্চিত করতে পারেননি কেউই। ফলে বিষয়টি এক ধোঁয়াশার জন্ম দেয়।

এবার ধোঁয়াশা কাটালেন অভিনেত্রী নিজেই। ২১ মার্চ নিজের ফেসবুকে লিখেছেন, ‘আলহামদুলিলাহ। আমি প্রিয়া আমান ভালো আছি। যেসব সাংবাদিক ভাইয়েরা আমাকে নিয়ে চিন্তা করেছেন তাদের জন্য ভালোবাসা আরো বেড়েছে। যারা আমাকে মেসেজ বা কল করেছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আর যারা আমার ফেসবুক, হোয়াটসঅ্যাপ হ্যাক করেছেন তাদের জন্য অনেক দোয়া রইল। আল্লাহ আপনাদের হেদায়েত করুক। আমিন।’

খোঁজ নিয়ে জানা গেছে, বতর্মানে লন্ডন অবস্থান করছেন এ অভিনেত্রী। কিছুদিন আগেই ফেসবুক আইডি উদ্ধার করেছেন তিনি।