বিনোদন প্রতিবেদক : জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত পরিচালক জাকির হোসেন রাজু। বেশকিছু জনপ্রিয় সিনেমা দর্শকদের উপহার দিয়েছেন তিনি।
তারই ধারাবাহিকতায় এবার তিনি নির্মাণ করছেন ‘ভালো থেকো’ শিরোনামের চলচ্চিত্র। আজ রোববার (২ অক্টোবর) থেকে রাজধানীর উত্তরায় এ সিনেমার শুটিং শুরু হবে বলে নির্মাতা সূত্রে জানা গেছে।
এ প্রসঙ্গে জাকির হোসেন রাজু বলেন, ‘আজ রোববার থেকে ভালো থেকো সিনেমার শুটিং শুরু করছি। রাজধানীর উত্তরার আপন ঘর শুটিং স্পটে এর দৃশ্যায়নের কাজ হবে। এ লটে একটানা ৩৫ দিনের শুটিং অনুষ্ঠিত হবে।’
তিনি আরো বলেন, ‘প্রথম দিনের শুটিংয়ে সবার দৃশ্য না থাকলেও সব শিল্পীরা শুটিং সেটে উপস্থিত থাকবেন।’
এ সিনেমায় জুটি বেঁধে অভিনয় করছেন চিত্রনায়ক আরেফিন শুভ ও চিত্রনায়িকা তানহা তাসনিয়া। এছাড়াও আরো অভিনয় করছেন আসিফ ইমরোজ, তানিন সুবহা, কাজী হায়াৎ, রেবেকা, জ্যাকি আলমগীর, মঞ্জুর প্রমুখ।
গত ২০ সেপ্টেম্বর বিএফডিসির ৮ নম্বর ফ্লোরে এ সিনেমার মহরতের মাধ্যমে আনুষ্ঠানিক যাত্রা শুরু করেন।