ভালো নেই শহীদ জামালের পরিবার

দিনটি ছিল ২০২৪ সালের ৫ আগস্ট। সূর্যের আলোয় লেগেছিল অনিশ্চয়তার ধূসর ছাপ। বাতাস ভরে উঠেছিল প্রতিবাদের উত্তাপে। রাস্তায় নেমেছিল স্বপ্নের মিছিল-হাতে পোস্টার, কপালে পতাকা, কণ্ঠে সমতার গান। রাষ্ট্র তার জবাব দেয় বারুদের গন্ধে, গুলির শব্দে। সেদিন দুপুর নাগাদ শেখ হাসিনা পদত্যাগ এবং সেনাপ্রধানের বক্তব্য দেওয়ার পর আনন্দ মিছিল ও উল্লাসে মেতে ওঠা ছাত্র-জনতা। ঘড়ির কাঁটা তখন সন্ধ্যা ৬টা ছুঁই ছুঁই। পশ্চিম দিগন্ত বেয়ে সন্ধ্যার রঙিন আভা নেমে আসছে। এমন সময় হঠাৎ একদল বিক্ষুব্ধরা হাটহাজারী মডেল থানার মূল ফটক ভেঙে কম্পাউন্ডে প্রবেশ করে ইট-পাটকেল ছুড়ে গ্লাস ভাঙচুর করতে শুরু করে। মুহূর্তেই থানা সংলগ্ন এলাকাটি রূপ নেয় রক্তাক্ত রণক্ষেত্রে। ওই সময় একটি বুলেটের আঘাতে সেখানেই থেমে যায় রিকশাচালক মো. জামাল মোল্লা নামে এক ব্যক্তির তরতাজা প্রাণ। উপস্থিত লোকজন গুলিবিদ্ধ জামাল মোল্লাকে গুরুতর আহত অবস্থায় প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরবর্তীতে চমেক হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়। ঘটনার প্রায় ১১ মাস পেরিয়ে গেলেও প্রাণের প্রিয় স্বামীকে হারানোর শোকে এখনও কান্না থামছে না শহীদ জামাল মোল্লার স্ত্রী স্বামীহারা তাসলিমা বেগমের। স্মৃতি মনে পড়লেই আজও চোখের পানি গড়িয়ে পড়ে। পরিবারের একমাত্র উপার্জনক্ষম সদস্যের এমন মৃত্যুতে অন্ধকার দেখছেন পুরো পরিবার। স্বামীকে হারিয়ে দুই সন্তানকে নিয়ে অকূল পাথারে পড়েছেন রিকশাচালক জামালের স্ত্রী তাসলিমা বেগম। দুই সন্তানকে নিয়ে তাকে দুর্বিষহ জীবনযাপন করতে হচ্ছে।