ভাড়াভিত্তিক ৬ বিদ্যুৎকেন্দ্রের মেয়াদ বাড়ল

বিশেষ প্রতিবেদক : বেসরকারি খাতে নির্মিত পাঁচ বছর মেয়াদি ছয়টি ভাড়াভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের চুক্তির মেয়াদ আরও পাঁচ বছর বাড়ছে।

বাড়তি মেয়াদের জন্য প্রস্তাবিত ট্যারিফ অনুযায়ী পাঁচ বছরে এ খাতে সরকারের ব্যয় হবে প্রায় ৩০ হাজার ৪৩৯ কোটি টাকা। এই পাঁচ ক্রয় প্রস্তাবসহ মোট ১৫টি ক্রয় প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।

বুধবার সচিবালয়ে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এসব ক্রয় প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।

বৈঠকে কমিটির সদস্যসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বৈঠক শেষে অনুমেদিত প্রস্তাবগুলোর বিভিন্ন দিক তুলে ধরেন মন্ত্রিসভা কমিটির অতিরিক্ত সচিব মোস্তাফিজুর রহমান।

বর্তমান প্রস্তাবে আগের তুলনায় ট্যারিফের হার কম হওয়ায় বিদ্যুৎ বিভাগের হিসাবে সরকারের প্রায় ৮১৭ কোটি টাকা সাশ্রয় হবে। ৮ নভেম্বর বাছাই করা এ বিদ্যুৎকেন্দ্রগুলোর মেয়াদ বাড়ানো এবং বাড়তি মেয়াদের ট্যারিফ নির্ধারণসংক্রান্ত পৃথক প্রস্তাব অনুমোদনের জন্য সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটিতে পাঠায় বিদ্যুৎ বিভাগ। একই সঙ্গে চট্টগ্রামের পটিয়ায় প্রিসিশন এনার্জি লিমিটেডের নির্মিত ফার্নেস অয়েলভিত্তিক ভাড়া বিদ্যুৎকেন্দ্রের সক্ষমতা ১০০ মেগাওয়াট থেকে বাড়িয়ে ১১৬ মেগাওয়াটে উন্নীত করার একটি প্রস্তাবও পাঠানো হয়। কমিটি এ দুটো প্রস্তাবই অনুমোদন দিয়েছে।

বিদ্যুৎ বিভাগের সুপারিশ করা ভাড়াভিত্তিক যেসব বিদ্যুৎকেন্দ্রের মেয়াদ বাড়ানো হলো সেগুলো হচ্ছে- ১১৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন মেসার্স খুলনা পাওয়ার কোম্পানি ইউনিট-২ লিমিটেড, ১০২ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন সামিট নারায়ণগঞ্জ পাওয়ার লিমিটেড, ১০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন মেসার্স ওরিয়ন পাওয়ার মেঘনা ঘাট লিমিটেড (সাবেক মেসার্স আইইএল কনসোর্টিয়াম অ্যান্ড লিমিটেড), ১০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ডাচ্-বাংলা পাওয়ার অ্যান্ড অ্যাসোসিয়েট লিমিটেড, ১০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন মেসার্স এক্রোন ইনফ্রাস্ট্রাকচার সার্ভিস লিমিটেড ও ৪০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন মেসার্স খানজাহান আলী পাওয়ার কোম্পানি লিমিটেড। প্রতিটি বিদ্যুৎকেন্দ্রই ফার্নেস অয়েলভিত্তিক।

সূত্র জানায়, ছয়টি বিদ্যুৎকেন্দ্রের মধ্যে মেসার্স এক্রোন ইনফ্রাস্ট্রাকচার সার্ভিস লিমিটেড ছাড়া বাকি পাঁচটি বিদ্যুৎ সরবরাহের মেয়াদকাল উত্তীর্ণ হয়েছে। চলতি বছরের মার্চ, মে ও জুলাই মাসে এগুলোর চুক্তির মেয়াদ শেষ হয়েছে। এক্রোন ইনফ্রাস্ট্রাকচারের মেয়াদ আগামী বছরের ২৫ মার্চ পূর্ণ হবে।

ভাড়াভিত্তিক এ বিদ্যুৎকেন্দ্রগুলোর মেয়াদ আরও পাঁচ বছর বাড়ানোর পক্ষে বিদ্যুৎ বিভাগের প্রস্তাবে বলা হয়, পাওয়ার সিস্টেম মাস্টার প্ল্যান-২০১০ অনুযায়ী, আগামী ২০২১ সাল নাগাদ দেশে ২৪ হাজার মেগাওয়াট বিদ্যুতের প্রয়োজন হবে। কয়লাভিত্তিক বেজ লোড পাওয়ার প্ল্যান্ট বাস্তবায়ন করতে ২০১৮ সাল পর্যন্ত সময় প্রয়োজন হবে। এ প্রেক্ষাপটে রেন্টাল, কুইক রেন্টাল পাওয়ার প্ল্যান্টের মেয়াদ বিদ্যুতের চাহিদা অনুযায়ী আরও তিন থেকে পাঁচ বছর বাড়ানোর বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার।

বিদ্যুৎকেন্দ্রগুলোর উদ্যোক্তাদের সঙ্গে নেগোসিয়েশনের মাধ্যমে যে ট্যারিফ হার প্রস্তাব করা হয়েছে, সেগুলো হলো- মেসার্স খুলনা পাওয়ার কোম্পানি ইউনিট-২ লিমিটেড থেকে প্রতি কিলোওয়াট বিদ্যুতের প্রস্তাবিত ট্যারিফ হার হচ্ছে ১৫ টাকা ৩৩ পয়সা (আগে ছিল ১৫ টাকা ৮৭ পয়সা, পাঁচ বছরে ব্যয় হবে ছয় হাজার ১৭৯ কোটি ২৬ লাখ টাকা)।

সামিট নারায়ণগঞ্জ পাওয়ার লিমিটেড থেকে প্রতি কিলোওয়াট বিদ্যুতের প্রস্তাবিত ট্যারিফ হার হচ্ছে ১৫ টাকা ৪৫ পয়সা (আগে ছিল ১৫ টাকা ৯৪ পয়সা, পাঁচ বছরে ব্যয় হবে পাঁচ হাজার ৫২৩ কোটি ৩৫ লাখ টাকা)।

মেসার্স ওরিয়ন পাওয়ার মেঘনা ঘাট লিমিটেড থেকে প্রতি কিলোওয়াট বিদ্যুতের প্রস্তাবিত ট্যারিফ হার হচ্ছে ১৫ টাকা ৭৫ পয়সা (আগে ছিল ১৬ টাকা শূন্য দুই পয়সা, পাঁচ বছরে ব্যয় হবে পাঁচ হাজার ৫১৮ কোটি ৩৯ লাখ টাকা)।

ডাচ্-বাংলা পাওয়ার অ্যান্ড অ্যাসোসিয়েট লিমিটেড থেকে প্রতি কিলোওয়াট বিদ্যুতের প্রস্তাবিত ট্যারিফ হার হচ্ছে ১৫ টাকা ৭৫ পয়সা (আগে ছিল ১৬ টাকা শূন্য দুই পয়সা, পাঁচ বছরে ব্যয় হবে পাঁচ হাজার ৫২৩ কোটি ৩৫ লাখ টাকা)।

মেসার্স এক্রোন ইনফ্রাস্ট্রাকচার সার্ভিস লিমিটেড থেকে প্রতি কিলোওয়াট বিদ্যুতের প্রস্তাবিত ট্যারিফ হার হচ্ছে ১৫ টাকা ৬৬ পয়সা (আগে ছিল ১৬ টাকা শূন্য এক পয়সা, পাঁচ বছরে ব্যয় হবে পাঁচ হাজার ৪৮৭ কোটি ৫০ লাখ টাকা)।

মেসার্স খানজাহান আলী পাওয়ার কোম্পানি লিমিটেড থেকে প্রতি কিলোওয়াট বিদ্যুতের প্রস্তাবিত ট্যারিফ হার হচ্ছে ১৫ টাকা ৭৫ পয়সা (আগে ছিল ১৬ টাকা শূন্য চার পয়সা, পাঁচ বছরে ব্যয় হবে দুই হাজার ২০৭ কোটি ৩১ লাখ টাকা)।

এছাড়া চট্টগ্রামের পটিয়ায় প্রিসিশন এনার্জি লিমিটেডের নির্মিত ১১৬ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ১৫ বছর মেয়াদি ফার্নেস অয়েলভিত্তিক ভাড়া বিদ্যুৎকেন্দ্র থেকে প্রতি কিলোওয়াট বিদ্যুতের প্রস্তাবিত ট্যারিফ হার হচ্ছে ১৪ টাকা ৭০ পয়সা।

বৈঠকে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের ‘ইন্সটলেশন অব সিঙ্গেল পয়েন্ট মুরিং (এসপিএম) উইথ ডাবল পাইপ লাইন’শীর্ষক প্রকল্পের জন্য গণচীনের রাষ্ট্রায়ত্ত্ব প্রতিষ্ঠান চায়না পেট্রোলিয়াম পাইপ লাইন ব্যুরোর (সিপিপি) সঙ্গে বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহ বৃদ্ধি (বিশেষ বিধান) আইন, ২০১০-এর আওতায় সরাসরি ক্রয় পদ্ধতিতে (ডিপিএম) পণ্য ও কার্য ক্রয়ের নেগোশিয়েটেড মূল্য ও খসড়া বাণিজ্যিক চুক্তি প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। এজন্য ব্যয় হবে ৫০ কোটি ডলার।

বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড কর্তৃক ‘পল্লী বিদ্যুৎ বিতরণ সিস্টেমের ক্ষমতাবর্ধন (ঢাকা, চট্রগ্রাম, ও সিলেট বিভাগ)’ শীর্ষক প্রকল্পের আওতায় কন্ডাক্টর ক্রয়ের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। এতে ব্যয় হবে ২২৫ কোটি ৪১ লাখ টাকা।

রাষ্ট্রায়ত্ত্ব চুক্তির আওতায় বিএডিসি কর্তৃক ২০১৬-১৭ এবং ২০১৭-১৮ অর্থবছরে মোংলা বন্দরের মাধ্যমে আমদানীয় সার ও অন্যান্য পণ্যের শুল্কায়ন, খালাস ও পরিবহনের জন্য সিএন্ডএফ ও পরিবহন এজেন্ট নিয়োগের লক্ষ্যে সাকুল্য দর ১০০ কোটি ৮ লাখ টাকার আর্থিক প্রস্তাব অনুমোদন দিয়েছে ক্রয় কমিটি। ১০টি ঠিকাদারি প্রতিষ্ঠান প্রকল্পটি বাস্তবায়ন করবে।

রাষ্ট্রীয় চুক্তির আওতায় বিএডিসি কর্তৃক ২০১৬-১৭ এবং ২০১৭-১৮ অর্থবছরে চট্টগ্রাম বন্দরের মাধ্যমে আমদানীয় সার এবং অন্যান্য পণ্যের শুল্কায়ন, খালাস ও পরিবহনের জন্য সিএন্ডএফ ও পরিবহন এজেন্ট নিয়োগের লক্ষ্যে সাকুল্য দর ৬৯ কোটি ৭৮ লাখ টাকার আর্থিক প্রস্তাব অনুমোদন দিয়েছে কমিটি। ৯টি ঠিকাদারি প্রতিষ্ঠান প্রকল্পটি বাস্তবায়ন করবে।

বৈঠকে ‘ঈশ্বরদী থেকে পাবনা হয়ে ঢালারচর পর্যন্ত নতুন রেলপথ নির্মাণ’শীর্ষক প্রকল্পের ভ্যারিয়েশন প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। এ কাজে ২০ কোটি ২০ লাখ টাকার অতিরিক্ত ব্যয় অনুমোদন দেওয়া  হয়েছে।

অতিরিক্ত সচিব বলেন, ‘খুলনা রেলওয়ে স্টেশন ও ইয়ার্ড রিমডেলিং এবং বেনাপোল রেলওয়ে স্টেশনের অপারেশনাল সুবিধাদির উন্নয়ন’শীর্ষক প্রকল্পের আওতায় প্যাকেজের বিভিন্ন কাজের ভ্যারিয়েশন প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। এ কাজে অতিরিক্ত ব্যয় হবে চার কোটি ৫৫ লাখ টাকা।

‘বাংলাদেশের ৬৪টি জেলা সদরে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবন নির্মাণ (১ম পর্যায়)’ শীর্ষক প্রকল্পের আওতায় মৌলভীবাজার জেলায় নির্মাণাধীন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের কাজের ২য় ভ্যারিয়েশন প্রস্তাব অনুমোদন দিয়েছে কমিটি। অতিরিক্ত ব্যয় হবে সাত কোটি ২৪ লাখ টাকা।

‘মোহাম্মদপুর-এফ’ব্লকে সীমিত আয়ের লোকদের কাছে বিক্রির জন্য ১০২০টি (সংশোধিত ৯০০টি) ফ্ল্যাট নির্মাণ’ শীর্ষক প্রকল্পের আওতায় ১৬ তলাবিশিষ্ট আবাসিক ভবন নম্বর ১৫-এর অবশিষ্ট নির্মাণকাজ সমঝোতা দরের ভিত্তিতে সম্পাদনের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। এতে ব্যয় হবে ২৮ কোটি ৫৩ লাখ টাকা।

গণপূর্ত অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন ‘শেরেবাংলা নগরে জাতীয় সংসদ সচিবালয়ের কর্মকর্তা/কর্মচারীদের জন্য ৪৪৮টি ফ্ল্যাট নির্মাণ’ শীর্ষক প্রকল্পের ভ্যারিয়েশন প্রস্তাব অনুমোদন দিয়েছে কমিটি। এতে ব্যয় বেড়েছে সাত কোটি ২ লাখ টাকা।

মোস্তাফিজুর রহমান বলেন, বিপিসি’র বিভিন্ন ধরনের জ্বালানি তেল আমদানির প্রিমিয়াম প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে ১০ লাখ ৪০ হাজার টন গ্যাস অয়েলের প্রতি টনে প্রিমিয়াম নির্ধারণ করা হয়েছে ২ দশমিক ৩০ ডলার, এক লাখ ১৫ হাজার টন জেড ফুয়েলের প্রতি টনের প্রিমিয়াম নির্ধারণ করা হয়েছে ৩ ডলার এবং এক লাখ ৪০ হাজার টন ফার্নেস অয়েলের প্রতি টনের প্রিমিয়াম নির্ধারণ করা হয়েছে ১৫ দশমিক ৮ ডলার।