ভাড়ারচাপে দিশেহারা ভাড়াটিয়ারা

মো: সিরাজুল ইসলাম ঃ- রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে বসবাস করছেন লক্ষ লক্ষ ভাড়াটিয়া। মাসের শেষ দিকে বাড়ীওয়ালারা ওৎপেতে বসে থাকে কখন শুরু হবে আগামী মাসের ৫ তারিখ। ঐ তারিখেই এই ফর্দ্দ ধরিয়ে দেয়। বাড়ী ভাড়া ৯,৫৯৫.০০ টাকা, পানির বিল ৩০০.০০ টাকা, গ্যাস বিল ৯৫০.০০ টাকা, বিদুৎ বিল ২,২৬৪.৪৪ টাকা, ময়লার বিল ৬০.০০ টাকা, কমিউনিটি পুলিশ চার্জ ৫০.০০ টাকা, দারওয়ান বিল ৩০০.০০ টাকা, বিবিধ খরচ ১২৫.০০ টাকা। মোট খরচ দেখায় ১৩,৫৯৪.৪৪ টাকা। হাসু পাটওয়ারী বাড়িওয়ালাকে প্রশ্ন করলেন, “ভাই আমি তো গ্রাম থেকে আসছি আপনার এতো অংকের হিসাব তো আমি বুঝতে পারলাম না।” বাড়িওয়ালা রেগে গিয়ে বলেন,“আপনি নতুন মানুষ দেইখা টি.এ,পি.এ বিলটা যোগ করিনাই করলে আরও ৩০০.০০ টাকা ভাড়া জরিমানা বৃদ্ধি পেয়ে যাবে।” হাসু পাটওয়ারী কয়, “এত ভাড়া দিয়া আমি থাকতে পারব না আমি বাড়িতে চলি যামু।” মুরগীর খোয়ারের মত ৩টি রুম এত টাকা ভাড়া নিলেন,“ আবার বলছেন জরিমানার কথা। ভাগ্য ভাল আল্লাহ আপনাদের একটু জায়গা দিছে।” আমি বোকা না ১৯৬৫ সালে বি.এ পাস করছি। বিল্ডিং তৈরী করার সময় ডিজাইনার দিয়ে ডিজাইন করেন নাই দেখি বুঝজি। রাজউক এর অনুমোদন আর সয়েল টেষ্ট ইয়ান কারে কয় আপনি জানেন নি। বিল্ডিং এর স্ট্রাকচার দেখে মনে হয় ইয়ান আল্লাহ্র গজব কোন সুমজানি ভাঙ্গী আমার মাথায় পড়ে। আল্লাহর গজব কিল্লাই আপনার মাথার উপর পড়ে না। বেশী বাহাদুরী করিয়েন না। রাজাও ফইর হই গেছে। আবার দেখাগেছে ফইর ও রাজা হইছে। এইভাবে মানুষের উপর অত্যাচার করা ঠিক না। এটা মানবাধিকার লঙ্গনের শামিল। আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এদেশের সাধারণ মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য অন্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা ও স্বাস্থ্য এই পাঁচটি মৌলিক অধিকার নিয়ে কাজ করার কথা বলেছিলেন আপনাদেরও উচিত সকলের মৌলিক অধিকার রক্ষা করা। প্রতি স্কয়ার ফিট হিসেবে যেখানে ভাড়া আদায় করার কথা সেখানে তার দিগুন আদায় করছেন। ১৯৯১ সালে ভাড়াটিয়া আইনে যাহা বলা আছে তাহার কোন তোয়াক্কাই করছে না বাড়িওয়ালারা। কোন কোন ক্ষেত্রে দেখা যায়, একটি রুমের ভাড়া যদি ৫,০০০.০০ টাকা হয় সেক্ষেত্রে ৩ মাসের ভাড়া অগ্রীম প্রদান করতে হয়। একি অবিচার নয় !