আন্তর্জাতিক ডেস্ক : দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট পার্ক জিউন হাইয়ের কার্যালয় ৩৬০টি যৌন উত্তেজক বড়ি কিনেছিল। গত বছরের ডিসেম্বরে এগুলো কেনা হয়েছিল। সম্প্রতি দেশটির বিরোধী দলীয় এক নেতা এ তথ্য ফাঁস করেছেন। বুধবার প্রেসিডেন্টের কার্যালয় এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছে।
পার্ক জিউন হাইয়ের কার্যালয় থেকে জানানো হয়েছে, গত মে মাসে ইথিওপিয়া, উগান্ডা ও কেনিয়া সফরের জন্য প্রেসিডেন্টের সহযোগী ও সরকারি কর্মকর্তাদের জন্য এসব ভায়াগ্রা কেনা হয়েছিল। ওই সব কর্মকর্তাদের উচ্চতাভীতি দূর করার ওষুধ হিসেবে এগুলো কেনা হয়েছিল। কারণ এই তিনটি দেশ সমুদ্রপৃষ্ঠের এক থেকে দুই কিলোমিটার উঁচুতে অবস্থিত।
প্রেসিডেন্টর কার্যালয় ব্লু হাউজের মুখপাত্র জাং ইউন-কুক জানান, এসব বড়ি ব্যবহৃত হয়নি। দক্ষিণ কোরিয়ার চিকিৎসকরা পর্বতারোহীদের উচ্চতাভীতির চিকিৎসার জন্য অনেক সময় ভায়াগ্রা জাতীয় ওষুধ দিয়ে থাকেন।
সম্প্রীতি রাষ্ট্রীয় কাজে এক বন্ধুর সহযোগিতা নেওয়া ও তাকে নিয়ম বর্হিভূতভাবে সুবিধা দেওয়ার অভিযোগ উঠেছে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের বিরুদ্ধে। এ ঘটনায় বিরোধীরা ইতিমধ্যে তার ইমপিচমেন্ট দাবি করেছে।