ভিজিএফের চাল বিতরনে অনিয়ম বাউফলে ইউপি চেয়ারম্যানের ওপর হামলা

কহিনুর, বাউফল (পটুয়াখালী) সংবাদ দাতা :  পটুয়াখালী জেলার বাউফলে ভিজিএফের চাল বিতরনে অনিয়মের ঘটনায় বাউফল উপজেলা সদর ইউনিয়নের চেয়ারম্যান মো. জসিম উদ্দিনের ওপর হামলার ঘটনা ঘটেছে। ২০ আগস্ট সোমবার বিকেল ৪টার দিকে উপজেলার বাউফল ইউনিয়নের বিলবিলাস বাজার এলাকায় ঘটে এ ঘটনা।

সরেজমিনে স্থানীয়দের সাথে আলাপ করে জানা যায়, বাউফল ইউনিয়নের ৩হাজার ৪শ ৪০জন সুবিধাভোগীর মধ্যে ২০কেজি হারে চাল বরাদ্ধ করে সরকারের সংশ্লিষ্ট দপ্তর। নিয়মানুযায়ী ২০ কেজি করে চাল দেয়ার কথা থাকলেও চাল দেয়া হয়েছে ১২ থেকে ১৫কেজি করে। চাল কম দেয়ার ঘটনায় প্রতিবাদ জানায় ওই ইউনিয়নের কয়েক জন যুবক। পরে বিষয়টি নিয়ে বাক বিতন্ডা তৈরী হয় ওই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের ভাই নাসির উদ্দিনের সাথে। এক পর্যায়ে ওই যুবকদের সাথে নাসিরের সাথে হাতাহাতির ঘটনা ঘটলে চেয়ারম্যান জসীম উদ্দিন তা ছাড়িয়ে দিতে এগিয়ে গেলে হামলার স্বীকার হন তিনি।

অবশ্য বাউফল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জসিম উদ্দিন তার ওপরে হামলা এবং চাল বিতরনে অনিয়মের অভিযোগ অস্বীকার করে বলেন, স্থানীয় কিছু উচ্ছৃঙ্খল যুবক জোর পূর্বক চাল ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। এ ঘটনায় প্রতিবাদ করায় তাঁর ভাইয়ের উপর হামলা করে তারা। চাল কম দেয়ার বিষয়ে বলেন, সরকারি গুদাম থেকে চাল ছাড়ানোর সময় কিছু ঘাটতি তৈরী হয়। এরপর আবার অনেক সময়ে অনেক দরিদ্ররা বাদ পড়ে যান আবার একই পরিবারে অনেক সময় একাধিক কার্ডধারী থাকে এসব বিষয়ে ক্রস চেক করে সমন্বয় করা হয়। এখানে চাল চুরির কোনো ঘটনা নাই।