ক্রীড়া প্রতিবেদক : জয় কিংবা পরাজয় নয় মুশফিকের প্রথম চ্যালেঞ্জ চট্টগ্রাম টেস্টের পারফরম্যান্সের ধারাবাহিকতা ধরে রাখা। ধারাবাহিকতার চ্যালেঞ্জ নিয়ে ঢাকা টেস্টে মাঠে নামার প্রত্যয় ব্যক্ত করেছেন বাংলাদেশের টেস্ট অধিনায়ক।
বৃহস্পতিবার ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে মুশফিকুর রহিম বলেছেন, ‘টেস্টে ভালো দলের বিপক্ষে ধারাবাহিকভাবে ভালো খেলতে আমরা অভ্যস্ত নই। আমাদের অবশ্যই চ্যালেঞ্জ ধারাবাহিক ক্রিকেট খেলা। আমাদের মূল চ্যালেঞ্জ, দল হিসেবে চার-পাঁচ দিন ধারাবাহিক ভালো খেলা। চট্টগ্রামে যেভাবে শেষ করেছি, সেখান থেকেই এখানে শুরু করতে চাই।’
চট্টগ্রাম টেস্টে টস হারের পরও ইংল্যান্ডের বিপক্ষে দারুণ লড়াই করে বাংলাদেশ। প্রতিপক্ষ দলের ২০ উইকেট তুলে নিয়েছে ৩০০ রানের আগেই। ব্যাটিংয়েও ভালো করেছে ব্যাটসম্যানরা। প্রায় ১৫ মাস পর সাদা পোশাকে নেমে টাইগাররা যেভাবে খেলেছে তা নিশ্চিতভাবেই প্রশংসার দাবিদার। শেষ মুহুর্তে তীরে এসে তরী না ডোবালে নিশ্চিতভাবেই ইতিহাস হয়ে থাকত চট্টগ্রাম টেস্ট।
সেই আক্ষেপ, সেই জয়ের ক্ষুধা এখনও বয়ে বেরাচ্ছেন মুশফিক, ‘হতাশা আছে, আক্ষেপ আছে কারণ দিন শেষে আমরা ম্যাচটি জিতিনি। তবে সেই ক্ষুধাটা আছে, আত্মবিশ্বাসও আছে। ইংল্যান্ডের মতো দলের বিপক্ষে টানা চারদিন খুব ভালো খেলেছি।’
আত্মবিশ্বাসী কন্ঠে মুশফিক আরও বলেন,‘চট্টগ্রামে প্রায় ১৫ মাস পর মাঠে নেমে দল হিসেবে আমরা অবশ্যই একটু পিছিয়ে ছিলাম। অবশ্যই ফেবারিট ছিলাম না। ছেলেরা যেভাবে খেলেছে, অবশ্যই তাদের আত্মবিশ্বাস আছে। আমি সবসময়ই বলেছি, টেস্ট ক্রিকেটেও আমরা যেন ধারাবাহিক হতে পারি। সেদিকেই আমাদের মনোযোগ। শুরুটা ভালো হয়েছে।’
তবে এবার জয়ের সুযোগ পেলে জয় হাতছাড়া না করার আশাবাদ ব্যক্ত করে মুশফিক বলেছেন, ‘জয়ের যদি সুযোগ আসে, আমরা অবশ্যই এবার হাতছাড়া করব না। আমাদের মূল লক্ষ্য থাকবে, জয়ের সুযোগ সৃষ্টি করা এবং সেটা কাজে লাগানো।’