
একেবারেই ট্র্যাডিশনাল উপায়ে তৈরী করে ফেলুন চিলি চিকেন রোস্ট। ভিন্ন স্বাদের এই রোস্ট খেতে পারেন পোলাও কিংবা বিরিয়ানির সঙ্গে। জেনে নিন কীভাবে মজাদার এই রোস্টটি রান্না করবেন।
চিলি চিকেন রোস্ট–
উপকরণ:
মুরগির মাংস- ৬০০ গ্রাম
টক দই- ৪ টেবিল চামচ
ঘি- ৫ টেবিল চামচ
আদা রসুন বাটা- ২ টেবিল চাম
হলুদের গুঁড়ো- সামান্য
চিনি- ১ টেবিল চামচ
পেঁয়াজ কুচি- ১ টি
লাল কাঁচামরিচ- ১০টি
জিরা- ১/২ চা চামচ
মেথি- সামান্য
ধনিয়া- ১ টেবিল চামচ
ভাজা নারকেল কুচি- ২ টেবিল চামচ
এলাচ- ২ টি
দারুচিনি- ২ টুকরা
লেবুর রস- ১ টেবিল চামচ
তেঁতুলের পেস্ট- ১/২ চা চামচ
লবণ- স্বাদমতো
প্রণালি:
প্রথমে জিরা, মেথি, ধনিয়া, এলাচ, দারুচিনি, আদা-রসুন বাটা ও কাঁচামরিচ একটি প্যানে হালকা ভেজে ব্লেন্ডারে ব্লেন্ড করুন। একদম মিহি করতে হবে না। এবার একটি বাটিতে মুরগির মাংস, হলুদ গুঁড়া, টক দই ও ব্লেন্ড করা মসলা নিয়ে ভালো করে মিশিয়ে মেরিনেটের জন্য আধা ঘণ্টা রেখে দিন। প্যানে ঘি দিয়ে এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে ভাজতে থাকুন। পেঁয়াজ বাদামি হয়ে গেলে এর মধ্যে মেরিনেট করা মুরগির মাংস দিয়ে ভালো করে কষিয়ে নিন। সামান্য পানি দিন। এখন এতে ভাজা নারকেল কুচি, তেঁতুলের পেস্ট, চিনি ও লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিন। লেবুর রস দিয়ে আরো ১০ মিনিট রান্না করুন। ব্যাস, তৈরি হয়ে গেল চিলি চিকেন রোস্ট।