ভিয়েতনামে ফেসবুক ব্যবহারকারীকে ১০ বছরের কারাদণ্ড

বর্তমান দিনে সোশ্যাল মিডিয়া ব্যবহার করেন না এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল। তবে এই সোশ্যাল মিডিয়া ব্যবহারের কারণে জেলে খাটতে হবে এমন ঘটনা হয়তো খুব কম শোনা যায়।

সম্প্রতি এমনই একটি ঘটনা ঘটেছে ভিয়েতনামে। সেখানকার আদালত এক ফেসবুক ব্যবহারকারীকে “রাষ্ট্রবিরোধী প্রচারণা” সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়ার অপরাধে দোষী সাব্যস্ত করে তাকে ১০ বছরের কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছে।

জননিরাপত্তা মন্ত্রণালয় সাংবাদিক সম্মেলনে বলেছে, লাম দংয়ের সেন্ট্রাল হাইল্যান্ড এলাকায় একদিনের বিচারে ৫৫ বছর বয়স্ক ভু তিয়েন চি-কে “রাষ্ট্রের বিরোধিতা করার উদ্দেশ্যে তথ্য পাচার, তথ্য সংরক্ষণ, প্রয়োজনীয় সামগ্রী তৈরি ও সংরক্ষণ”-এর অভিযোগে দোষী সাব্যস্ত করা হয়েছে।

মন্ত্রণালয় জানিয়েছে, “জনগণের প্রশাসনকে বিকৃত এবং অপমান করার জন্য চি-কে তার সোশ্যাল মিডিয়ায় ৩৩৮ টি আর্টিকেল এবং ১৮১ টি ভিডিও শেয়ার করার অভিযোগে অভিযুক্ত করা হয়েছে।”

এই প্রসঙ্গে পুলিশ জানিয়েছে যে, গত বছরের জুন মাসে গ্রেফতারের সময় চি বেশ কয়েকটি ফেসবুক অ্যাকাউন্টে “রাষ্ট্রবিরোধী” বিষয়বস্তু শেয়ার করেছেন।