
নিজস্ব প্রতিবেদক : ভিসা জটিলতা ও যাত্রী না থাকায় বিমান বাংলাদেশ এয়ারলাইনসের আরো দুটি হজ ফ্লাইট বাতিল হয়েছে।
বৃহস্পতিবারের সকাল ও বিকেলের ফ্লাইট দুটি বাতিল করা হয়েছে। এই নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মোট ২১টি হজ ফ্লাইট বাতিল হলো।
বিমানের মুখপাত্র শাকিল মেরাজ রাইজিংবিডিকে এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, আজ বৃহস্পতিবার বাতিল হওয়া বিজি-১০৫৫ ফ্লাইটটি সকাল ৭টা ২৫ মিনিটে এবং বিজি-৩০৫৫ ফ্লাইটটি বিকেল ৪টায় সৌদি আরবের উদ্দেশে ছেড়ে যাওয়ার কথা ছিল।
এ নিয়ে গত দুদিনে বাংলাদেশ বিমানের চারটি হজ ফ্লাইট বাতিল করা হলো। এর আগে বুধবার ভোর ৫টার বিজি-৫০৪৫ এবং বিকেল ৪টা ৩৫ মিনিটের বিজি-৩০৫৩ ফ্লাইট বাতিল করা হয়।
শাকিল মেরাজ আরো জানিয়েছেন, এই পর্যন্ত ৫২ হাজার ৪৮৩ হজযাত্রী সৌদি পৌঁছেছেন।
প্রসঙ্গত, চলতি বছর ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন বাংলাদেশি হজ পালন করতে সৌদি আরব যাবেন। এর মধ্যে হজ ফ্লাইট ও নিয়মিত ফ্লাইটে ৬৩ হাজার ৫৯৯ জন হজযাত্রী বিমান বাংলাদেশে জেদ্দা যাবেন। গত ২৪ জুলাই বাংলাদেশ বিমানের প্রাক-হজ ফ্লাইট শুরু হয়। শেষ ফ্লাইট যাবে ২৮ আগস্ট।