ভিসির মাদ্রাসার সভাপতি মনোনয়ন কেন অবৈধ নয়- রুল

নিজস্ব প্রতিবেদক : ‘ভাইস চ্যান্সেলর কর্তৃক ফাজিল ও কামিল মাদ্রাসার গর্ভনিং বডির সভাপতি মনোনয়ন কেন অবৈধ হবে না’- তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট।

রোববার বিচারপতি এম. মোয়াজ্জেম হোসেন ও বিচারপতি মো. বদরুজ্জামানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।

আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মো. হুমায়ন কবির। তাকে সহযোগিতা করেন অ্যাডভোকেট মোহাম্মদ শাফায়েত জামিল ও অ্যাডভোকেট মো. আল আমিন। শিক্ষা সচিব, ইসলামিক আরবি বিশ্ববিদ্যালয়ের ভিসিসহ ১২ জনকে চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।

আইনজীবী হুমায়ন কবির বলেন, ফাজিল ও কামিল মাদ্রাসার অধিভুক্তি সংক্রান্ত অডিন্যান্স অনুযায়ী প্রতিষ্ঠান দুটির গর্ভনিংবডির সভাপতি মনোনয়ন দিয়ে থাকেন ইসলামিক আরবি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর।

ভাইস চ্যান্সেলরের এই ক্ষমতা চ্যালেঞ্জ করে নারায়ণগঞ্জের কলতাপাড়া ফাজিল মাদ্রাসার এক ছাত্রের অভিভাবক মো. আবুল হোসেন হাইকোর্টে রিট দায়ের করেন। রিটের প্রাথমিক শুনানি নিয়ে আদালত রুল জারি করেছে।