নীলফামারী প্রতিনিধি : নীলফামারীর ডোমারে বুড়ি তিস্তা নদীর পাশে ভুট্টাখেত থেকে গলায় রশি লাগানো অবস্থায় অজ্ঞাত এক হিজড়ার লাশ উদ্ধার করা হয়েছে।
বুধবার দুপুরে উপজেলার গোমনাতি ইউনিয়নের গোমনাতি এলাকা থেকে পুলিশ ওই লাশ উদ্ধার করে।
ডোমার থানার এসআই আরমান আলী জানান, খবর পেয়ে ওই এলাকায় গিয়ে গলায় রশি লাগানো অবস্থায় অজ্ঞাত এক হিজড়ার লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়।
লাশের পরনে গোলাপি ও লাল রঙের শাড়ি ও ব্লাউজ ছিল। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা মর্গে পাঠানো হয়েছে।