ভুট্টার ফসলে ব্যাপক পোকার আক্রমণ, বিষ প্রয়োগেও কাজ হয় না

হরিপুর,প্রতিনিধি ( ঠাকুরগাঁও) বিকেলে হলেই  কৃষক ভুট্টা ক্ষেতে বিভিন্ন নামি-দামি কোম্পানির বিষ প্রয়োগে  ব্যস্ত।
হরিপুর উপজেলা আসন্ন রবি মৌসুমে বিভিন্ন ফসলের লক্ষমাত্রা যেমন, ভুট্টা চাষে- ৭৫৪০ হেক্টর , আলু-২৬০০ হেক্টর, সরিষা- ৩৮১০ হেক্টর, বেগুন -৯৪০ হেক্টর, গম -২১৬০ হেক্টর,
বর্তমানে রবি মৌসুমে  কৃষক যে গুলো জাতের  ভুট্টা আবাদ শুরু করছে, যেমন পায়োনিয়ার-৩৩৫৫ রকেট- ৫৫,দূর্জয়- ৫৫৭৭ কাবেরী -৫৪, তাজমহল-, মহাযাদু -৫৫ মেজর-৪৪৭২  মেজর-০৩০৫।
পক্ষান্তরে  যে সব বিষ গুলো ফসলে প্রয়োগ করছে, কোর্টনপ্লাস -৫৫ ইসি,নিটেক্স-৩ ডব্লিউ জি,ভ্যানগার্ড -৪০ ডব্লিউ,  পিউনি-২০ ডব্লিউ ডিজি,ফেটাল ৯৫-এপসি, বাহাদুর-৯৫ এসপি,কনসেপ্ট-৫.৩ জিআর,  নামীদামী  কোম্পানির বিষ প্রয়োগের পরেও ভুট্টা,বেগুল, আলু, বর্তমানে ব্যাপক পোকার আক্রমণ থেকে রেহাই পায় না। কৃষক মনে করছে  বাজারে নিম্নমানের বিষ সয়লাব ফলে  ফসলে প্রয়োগে কোন কাজ না,হওয়ায় হতাশ । ৪নং  ডাঙ্গীপাড়া ইউনিয়নের কৃষক মো,আনিসুর, পিতা,মোহাম্মদ আলী জানান যে,পাঁচ  একর জমিতে ভুট্টা  আবাদের পরিকল্পনা আছে, বর্তমানে ১ (একর) ভুট্টা আবাদ করেছি,কিন্ত  পোকার আক্রমণে ভুট্টার ফসল রক্ষা করা কঠিন হয়ে পড়েছে।
আমন ধান কাটার পরে আগাম ভুট্টার চাষ করে কৃষক ভালো ফলনের আশায়, কিন্তু যেভাবে ফসলে মাজরা পোকার আক্রমণ কৃষকের পক্ষে ফসল রক্ষা করা খুবই কষ্টসাধ্য হয়ে পড়েছে। যদি হেক্টর প্রতি উৎপাদন খরচ বেড়ে যায় তাহলে লাভের চেয়ে লোকসানের সম্ভবনায় বেশি।
বাংলাদেশ সরকারের  নিকট কৃষক সমাজের দাবি বর্তমানে হাট বাজারগুলোতে গুনগত মানের বিষ  নিশ্চিত করণে পদক্ষেপ নেওয়া উচিত। নচেৎ ফসলের ব্যাপকহারে ফলন কমে যাবে ও কৃষক ক্ষতিগ্রস্ত হবেন।