টংগুয়া ফাজিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে

ভুয়া বিল–ভাউচার তৈরি করে ৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে

তফিজ উদ্দিন আহমেদ, খানসামা(দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুর জেলার খানসামা উপজেলার টংগুয়া হাসনাবাগ দ্বিমূখী ফাজিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ সানাউল্লাহর বিরুদ্ধে ব্যাপক অনিয়ম দূর্নীতির মাধ্যমে মাদ্রাসার ফাইল পত্রে ভূয়া বিল ভাউচার দেখিয়ে প্রায় ৫ লক্ষ টাকারও অধিক আত্মসাত করছে মর্মে অভিযোগ পাওয়া গেছে।
মাদ্রাসা নিরীক্ষা কমিটির আহ্বায়ক ও ছাত্র অভিভাবক  সদস্য আনিছুর রহমানের ২৭ অক্টোবর /২৫ এর লিখিত অভিযোগে জানা গেছে,গত ফ্যাসিবাদ সরকারের আমলে ২০১৯ হতে ২০২৪ ইং পাঁচ বছরে ঢাকা যাতায়াত বাবদ ভূয়া বিল দেখিয়ে  ২৬৪৭৪৫ টাকা,মাদ্রাসার একাডেমিক ভবনের ছাদ ঢালাইের ৯২৭৩৫ টাকা,মোবাইল বিল ২৭৮৬০ টাকা,ততকালিন উপজেলা চেয়ারম্যানকে খাওয়া বাবদ ৯৩৮০ টাকা,ছাত্র-ছাত্রীর ফরম ফিলাপের টাকা আত্মসাৎ ও মাদরাসান বিদ্যুৎ বিল পরিশোধের গাফিলতিও প্রমান পাওয়া গেছে।
মাদরাসার কৃষি আবাদি জমির প্রায় ১০ একর জমির ইজারার ৩ লক্ষ টাকা ব্যাংকে জমা না করে হাতে মজুদ রেখে নিজ ইচ্ছায় ব্যয় করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এছাড়াও থানায় জিডি করার নামে ২৮ হাজার টাকা, কম্পিউটার মেরামতের নামে প্রতিবছর ২ থেকে ৩ হাজার টাকা ভুয়া বিল বেশি দেখিয়ে মাদ্রাসার টাকা আত্মস্বাদ করেছেন। প্রতিষ্ঠানের মুভমেন্ট রেজিষ্টারে তার আগমন ও বহির্গমনের মিল পাওয়া যায়নি। এ ব্যাপারে ভারপ্রাপ্ত অধ্যক্ষের সাথে মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাকে ফোনে পাওয়া যায়নি।  বাদী হয়ে আনিসুর রহমান ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় বরাবর তদন্ত করে  ব্যবস্থা গ্রহণের জন্য লিখিত অভিযোগ দাখিল করেছেন।