
নামাজের জন্য অজু অপরিহার্য। অজু ছাড়া নামাজ হয় না। বিষয়টি প্রায় সবাই জানেন।
কখনো কেউ যদি অজু ছাড়া ভুলক্রমে নামাজ পড়ে নেন। নামাজ শেষে তাদের মনে পড়ে, আমি অজু ছাড়া নামাজ পড়েছি।
এমনটা যারা করে থাকেন, তারা জানতে চান— এক্ষেত্রে করণীয় কী? অজু করে নতুনভাবে আবার নামাজ পড়তে হবে কিনা?
আসলে এক্ষেত্রে করণীয় ও ওয়াজিব (আবশ্যক) হলো, অজু করে পুনরায় নামাজ আদায় করা। কারণ, অজু ছাড়া নামাজ আদায় হয় না। ফিকাহবিদরা এ অভিমতের ওপর ঐক্যমত প্রকাশ করেছে।