ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যু: ফেসবুকে প্রতিবাদের ঝড়, বাস্তবে নিস্তব্ধতা

আলমগীর; সংবাদদাতা: দেবিদ্বার, কুমিল্লা: দেবিদ্বার উপজেলায় একটি বেসরকারি ক্লিনিকে ভুল চিকিৎসায় এক প্রসূতির মৃত্যুর ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনার পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র নিন্দা ও প্রতিবাদের ঝড় উঠলেও, বাস্তবে রোগীর স্বজনদের পক্ষ থেকে কোনও আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়নি। বরং অভিযোগ রয়েছে, হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে ‘আপসের’ মাধ্যমে বিষয়টি রফাদফা করা হয়েছে।

প্রসূতির স্বজনরা প্রথমে চিকিৎসকদের অবহেলার অভিযোগ তুললে ও পরে মুখ বন্ধ করে ফেলেন। স্থানীয়দের অনেকেই মনে করছেন, প্রভাবশালী মহলের চাপ কিংবা ক্ষতিপূরণের আশ্বাসে বিষয়টি ধামাচাপা দেওয়া হয়েছে।

সামাজিক মাধ্যমে প্রতিবাদকারীরা বলছেন, “এইভাবে যদি প্রতিটি ঘটনায় আপস হয়ে যায়, তবে ভুল চিকিৎসা বন্ধ হবে কীভাবে?” তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, “প্রতিবারই আমরা দেখি—প্রথমে প্রতিবাদ, তারপর চুপচাপ আপস, আর পরে আবার একই ঘটনা।”

স্বাস্থ্য অধিদপ্তরের কোনো প্রতিনিধির পক্ষ থেকে এখনো পর্যন্ত এ বিষয়ে স্পষ্ট অবস্থান বা তদন্তের অগ্রগতি জানানো হয়নি। বিশেষজ্ঞদের মতে, ভুল চিকিৎসায় মৃত্যু হলে যথাযথ তদন্ত, বিচার এবং জবাবদিহিতা নিশ্চিত না করলে চিকিৎসা ব্যবস্থায় মানুষের আস্থা আরও দুর্বল হয়ে পড়বে।

এই ঘটনায় আরও একবার প্রমাণ হলো, শুধু ফেসবুকে প্রতিবাদ যথেষ্ট নয়—প্রয়োজন কার্যকর আইনি পদক্ষেপ ও নাগরিক সচেতনতা।