‘ভুল-ত্রুটি সংশোধন করে পরবর্তী ইউপি নির্বাচনগুলো ভালোভাবে করতে চায় ইসি’

ভুল-ত্রুটি সংশোধন করে পরবর্তী ইউনিয়ন পরিষদ নির্বাচনগুলোর ভোট ভালোভাবে করতে চায় নির্বাচন কমিশন (ইসি)। এ বিষয়ে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি নির্দেশনা দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা।

বুধবার (২৪ নভেম্বর) সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে নির্বাচন কমিশনের বিশেষ বৈঠকে এ কথা বলেন সিইসি।

তিনি বলেন, নির্বাচনী উত্তাপ কখনো কখনো সহিংসতায় রূপ নেয়, যা কোনোভাবেই কাম্য নয়।

তবে এবারের ইউনিয়ন পরিষদ নির্বাচন এখন পর্যন্ত অংশগ্রহণমূলক ও প্রতিযোগিতামূলক হয়েছে উল্লেখ করে সিইসি জানান, প্রথম তিন দফায় ৭৩ শতাংশ ভোট পড়েছে।

এ সময় আগামী ধাপের ভোটগুলো সার্থকভাবে করতে সবার সহযোগিতা চান প্রধান নির্বাচন কমিশনার।

গত ১১ নভেম্বর দ্বিতীয় ধাপে ৮৩৫টি ইউনিয়ন পরিষদের নির্বাচনে ভোটগ্রহণের দিনেই ৪ জেলায় সংঘর্ষে ৬ জন নিহত হন। নরসিংদী, কুমিল্লা, কক্সবাজার ও চট্টগ্রামে এই হতাহতের ঘটনা ঘটে। এ ছাড়া একের পর এক মৃত্যুর ঘটনা বেড়েই চলেছে।