নিজস্ব প্রতিবেদক : ভুয়া এলসির মাধ্যমে ১১ কোটি টাকার কটন আমদানির অভিযোগ উঠেছে।
পঞ্চগড়ের বাংলাবান্ধা কাস্টমস বিভাগের কিছু কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে এমন অভিযোগ উঠেছে।
তিন পৃষ্ঠার সুনির্দিষ্ট ওই অভিযোগের প্রেক্ষিতে দুদকের প্রধান কার্যালয় থেকে অনুসন্ধানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দুদকের একটি সূত্র এ তথ্য জানিয়েছে।
এ বিষয়ে দুদক সূত্রে আরো জানা যায়, পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে কাস্টমস বিভাগের কিছু কর্মকর্তা-কর্মচারীর পরস্পর যোগসাজশে ভুয়া এলসির মাধ্যমে ১১ কোটি টাকার কটন আমদানি করা হয়েছে, যা পরবর্তীকালে কাস্টমসের বিভাগীয় তদন্তে ধরা পড়ায় ওই অভিযোগ দুদকে প্রেরণ করা হয়। এরপর দুদকের যাচাই-বাছাই কমিটি অনুসন্ধানের জন্য কমিশনের কাছে প্রেরণ করে।
সূত্র আরো জানায়, কমিশনের অনুমোদন ক্রমে অভিযোগটি দিনাজপুর দুদকের সমন্বিত কার্যালয় দিয়ে অনুসন্ধানের সিদ্ধান্ত হয়। এ কারণে ওই অভিযোগ অনুসন্ধানে সংস্থাটির রাজশাহী বিভাগীয় পরিচালককে দিনাজপুরের কার্যালয় থেকে একজন অনুসন্ধান কর্মকর্তা নিয়োগ দিয়ে অতি দ্রুত সময়ের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার জন্য নির্দেশ দিয়েছে কমিশন। অনুসন্ধান কাজ তদারক করবে রাজশাহী বিভাগীয় কার্যালয়।