ভুয়া জাতীয় পরিচয়পত্র তৈরি : গ্রেপ্তার ৬১

নিজস্ব প্রতিবেদক : রাজধানীতে ভুয়া জাতীয় পরিচয়পত্র তৈরি করে মোবাইল সিম বিক্রির সঙ্গে জড়িত প্রতারকচক্রের ৬১ সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৪।

বুধবার রাত ১১টা থেকে ভোর ৪টা পর্যন্ত রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের জ্যেষ্ঠ সহকারী পরিচালক মিজানুর রহমান ভূইয়া জানান, গ্রেপ্তারকৃতদের কাছ থেকে জাতীয় পরিচয়পত্রের বিপুল সংখ্যক ফরমেট, সিম, ল্যাপটপ, কম্পিউটার ও প্রিন্টার উদ্ধার করা হয়েছে।

তিনি বলেন, বিকেলে প্রেস বিফিংয়ে এ ব্যাপারে বিস্তারিত জানানো হবে।