ভূপৃষ্ঠের ৩৩ হাজার ফুট ওপর থেকে পড়েও বেঁচে যাওয়া
আন্তর্জাতিক ডেস্ক : ভূপৃষ্ঠের ৩৩ হাজার ফুট ওপর থেকে পড়েও বেঁচে যাওয়া সেই মানুষটি এবার সত্যিই চলে গেলেন।
ভেসনা ভুলোভিক। বিমানের স্টুয়ার্ডেস অর্থাৎ খাবার পরিবেশনাকারী নারী। বিমান দুর্ঘটনায় তিনি ৩৩ হাজার ফুট ওপর থেকে ভূপৃষ্ঠে পড়েও বেঁচে যান। এত উচ্চতা থেকে পড়ে বেঁচে থাকার কোনো রেকর্ড নেই বিশ্বে।
ভুলোভিক সার্বিয়ার নাগরিক। শনিবার দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে তার মৃত্যুর খবরটি নিশ্চিত করা হয়। খবরে বলা হয়, রাজধানী বেলগ্রেডে নিজস্ব অ্যাপার্টমেন্টে মৃত অবস্থায় পাওয়া যায় তাকে। তবে তার মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যায়নি।
বিবিসি অনলাইনের এক খবরে রোববার এ তথ্য জানানো হয়েছে।
১৯৭২ সালের ২৬ জানুয়ারির কথা। ভুলোভিক তখন যুগোস্লাভ এয়ারলাইনস ডগলাস ডিসি-৯ বিমানের ফ্লাইটে ছিলেন। বোমার কারণে বিমানটি চেকোস্লোভাকিয়ায় ভূপাতিত হয়। শুধু ভুলোভিক বাদে ওই বিমানের ২৭ আরোহীর সবাই মারা যান।
তদন্তকারীরা জানিয়েছিলেন, তাদের ধারণা, ফুড কার্টে আটকে যাওয়া ভুলোভিক বিমানের লেজের অংশে বেঁধে যান। যখন পৃথিবীপৃষ্ঠে এসে পড়ে, তখন সেখানে বরফ-তাপমাত্রা ছিল। তা ছাড়া বরফাচ্ছিদ জঙ্গলময় পাহাড়ে পড়ায় ভুলোভিক প্রাণে বেঁচে যান।