ভূমধ্যসাগরে ভেসে থাকা ২৬ কিশোরী ও তরুণীর লাশ উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক : ভূমধ্যসাগরে ভেসে থাকা ২৬ কিশোরী ও তরুণীর লাশ উদ্ধার করা হয়েছে। রোববার এসব লাশ উদ্ধারের পর কেন ও কীভাবে তাদের মৃত্যু হয়েছে, তা নিয়ে তদন্ত শুরু করেছে ইতালির কর্তৃপক্ষ।

ধারণা করা হচ্ছে, এরা নাইজার ও নাইজেরিয়ার নাগরিক। লিবিয়া থেকে যাত্রা করে উত্তাল সাগর পাড়ি দিয়ে তারা হয়তো ইউরোপে যাওয়ার চেষ্টা করছিল।

ইতালির সালেরনো প্রদেশ পুলিশের প্রধান লরেনা সিকোতি সিএনএনকে জানিয়েছেন, মঙ্গলবার ময়না তদন্ত করা হবে এবং মেয়েগুলোকে নির্যাতন বা যৌন হয়রানি করা হয়েছে কিনা তাও খতিয়ে দেওয়া হবে।

লরেনা সিকোতি জানিয়েছেন, ভূমধ্যসাগরে ভেসে থাকা রাবারের তৈরি একটি ডিঙি নৌকার পাশে লাশগুলো ভাসছিল। যখন উদ্ধারকারীরা সেখানে পৌঁছান, নৌকাটি ধরে ঝুলে থাকতে পারায় বেশ কয়েকজন বেঁচে ছিল। সে এক মর্মান্তিক দৃশ্য। পাশেই ভাসছিল কিশোরী ও তরুণীদের মরদেহগুলো।

রোববার চারটি পৃথক উদ্ধারাভিযানে প্রায় ৪০০ অভিবাসন-প্রত্যাশীকে উদ্ধার করা হয়। স্প্যানিশ ক্যান্টাব্রিয়া জাহাজে করে তাদের সালেরনোর বন্দরে আনা হয়। কর্তৃপক্ষ জানিয়েছে, এদের মধ্যে ৯০ নারী ও ৫২টি শিশু রয়েছে, যার মধ্যে এক শিশুর বয়স মাত্র এক সপ্তাহ।

ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপের উদ্দেশে যাত্রার জন্য লিবিয়াকে বেছে নেয় অভিবাসন-প্রত্যাশীরা। যুদ্ধ ও নির্যাতনের মুখে সাব-সাহারান আফ্রিকার দেশগুলো থেকে এবং যুদ্ধ, গৃহযুদ্ধের মুখে একটু ভালো থাকার আশায় মধ্যপ্রাচ্যের দেশগুলো থেকে দলে দলে লোকজন ইউরোপে যাওয়ার চেষ্টা করছে এ রুটেই। এটি একটি জনপ্রিয় রুট, তবে মানব পাচারকারীদের সীমাহীন দৌরাত্ম্য রয়েছে সেখানে।