ভূমিকম্পে নিহত বাবা-ছেলের দাফন লক্ষ্মীপুরে সম্পন্ন

রাজধানীর পুরান ঢাকায় ভূমিকম্পে রেলিং ভেঙে নিহত লক্ষ্মীপুরের আবদুর রহিম (৫৫) ও তার স্কুল পড়ুয়া ছেলে আবদুল আজিজ রিমনের (১৩) দাফন সম্পন্ন হয়েছে।

শনিবার (২২ নভেম্বর) সকাল ৯টায় সদর উপজেলার আস সুন্নাহ মাদ্রাসা ও মসজিদ কমপ্লেক্স মাঠে বাবা-ছেলের জানাজা অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক কবরস্থানে তাদের দাফন সম্পন্ন হয়। জানাজায় বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সংগঠন এবং সর্বস্তরের মানুষ অংশ নেন।

এর আগে ভোরে মরদেহ দুটি গ্রামের বাড়ি পৌঁছালে শোকার্ত মানুষ তাদের শ্রদ্ধা জানান। শোকে নুয়ে পড়ে গোটা এলাকা।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে সদর উপজেলার বশিকপুর এলাকার বাসিন্দা আবদুর রহিম পুরান ঢাকায় পরিবার নিয়ে বসবাস করতেন। সদরঘাট এলাকায় তার ব্যবসা ছিলো।

শুক্রবার সকালে ছেলে রিমনকে নিয়ে বাজার করতে বের হয়েছিলেন তিনি। ঠিক সেই সময় ঘটে ভূমিকম্প। ইটের রেলিং ধসে পড়ে ঘটনাস্থলেই বাবা-ছেলের মৃত্যু হয়।

ওই দিন সকালে ঢাকা থেকে ১৩ কিলোমিটার পূর্বে পাঁচ দশমিক সাত মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। এতে দুই শিশুসহ ১০ জন প্রাণ হারিয়েছেন।

এর মধ্যে ঢাকায় চার জন, নরসিংদীতে পাঁচ জন ও নারায়ণগঞ্জে একজন মারা গেছেন। এছাড়া বিভিন্ন জেলায় কয়েকশ মানুষ আহত হয়েছেন।