এস.এম.নাহিদ : বারবার অল্প মাত্রার ভূকম্পন আমাদের অনেক সময় মনে করিয়ে দেয় পৃথিবীর পাতের নিচে কোনো না কোনো পরিবর্তন চলমান। সাধারণ মানুষ এমন কম্পনকে গুরুত্ব না দিলেও ভূতত্ত্ববিদদের মতে এই ধরনের ছোট কম্পন কখনও কখনও বড় ধরনের ভূমিকম্পের সতর্ক সংকেত হিসেবেও দেখা যেতে পারে।
বাংলাদেশ ভূমিকম্প প্রবণ এলাকার উপর অবস্থান করছে। বিশেষ করে ডাউকি ফল্ট, সিলেট-মেঘালয় অঞ্চলের সক্রিয় ফল্ট ও মিয়ানমার সীমান্তবর্তী টেকটনিক প্লেটের গতিবিধি আমাদের জন্য ঝুঁকি বাড়িয়ে দিয়েছে। ছোট ভূমিকম্পে সাধারণত বড় ধরনের ক্ষয়ক্ষতি না হলেও মাটির নিচে চাপ জমে থাকতে পারে, যা কোনো এক সময় বড় মাত্রার ভূমিকম্পে বিস্ফোরণ ঘটাতে পারে।
এ ছাড়া আমাদের দেশে অধিকাংশ ভবন কাঠামো ভূমিকম্প সহনশীল নয়। জনসংখ্যার ঘনত্ব, দুর্বল অবকাঠামো ও সচেতনতার ঘাটতির কারণে বড় ধরনের ভুমিকম্প হলে প্রাণহানি ও সম্পদের ক্ষতির আশঙ্কা অত্যন্ত বেশি। তাই ছোট কম্পনকে অবহেলা করলে চলবে না। এখনই প্রস্তুত হলে বড় বিপর্যয় অনেকাংশে ঠেকানো সম্ভব। চাই সমন্বিত উদ্যোগ, পরিকল্পনা ও সচেতনতা।


