
ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি ঃ কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে একের পর এক দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেই চলছে।
শুক্রবার দিবাগত মধ্যরাতে পুরাতন থানা পাড়ার অবসর প্রাপ্ত জমশের আর্মির বাসার ভাড়াটিয়া ধলডাঙ্গা উচ্চ বিদ্যালয়ের বিএসসি শিক্ষক তারিকুল ইসলামের ১০০ সিসি ডিসকভার মোটর সাইকেল রুমের ভিতর থেকে চুরি হয়েছে। এর আগে উপজেলার মুক্তিযোদ্ধা সড়ক সংলগ্ন চানু বসাকের বাড়িতে চুরির ঘটনা ঘটে ১২ নভেম্বর। বাড়িতে লোকজন না থাকায় দিনের বেলায় ৭৫ হাজার টাকা নিয়ে কেটে পড়ে চোর। একই এলাকার মহাদেব কর্মকারের বাড়িতে চুরির ঘটনা ঘটে ১৪ নভেম্বর। ঐ দিন মহাদেব কর্মকারের বাড়ি থেকে ৩টি পিতলের মূর্তি চুরি করে নিয়ে যায় চোর। গত ৩১ অক্টোবর সদর ইউনিয়নের নলেয়া গ্রামের নৌ-বাহিনীর অবসর প্রাপ্ত পেডি অফিসার জাহাঙ্গীর আলমের বাড়িতে চুরির ঘটনা ঘটে। বাড়ির লোকজন ভোট দিতে গেলে ফাঁকা বাড়ি পেয়ে ড্রয়ারে রক্ষিত ১ লাখ টাকা নিয়ে চম্পোট দেয় চোর।
থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা জিয়া লতিফুল ইসলাম শনিবার দুপুরে মটর সাইকেল চুরির ঘটনা স্থল পরিদর্শন করেছেন।
জানা গেছে, চুরির শিকার দু-একটি পরিবারের পক্ষ থেকে থানায় জিডি করা হয়েছে। “চুরির শিকার পরিবার গুলোর ধারণা সংর্ঘবদ্ধ চোর চক্র যারা মদ ,গাঁজা, হিরোইন, ইয়াবার মত মাদকে আসক্ত তারাই নেশার টাকা যোগাড় করতে ধারাবাহিক ভাবে চুরি করছে।” তবে থানা পুলিশ এখন পর্যন্ত কোন চোর ধরতে পারে নাই এবং চুরি যাওয়া বস্তু উদ্ধার করতে সক্ষম হয় নাই। যা আইন-শৃংঙ্খলা রক্ষায় ব্যর্থতার বহিঃপ্রকাশ।