ভূরুঙ্গামারীতে কৃষক প্রশিক্ষণ

ভূরুঙ্গামারী(কুড়িগ্রাম) প্রতিনিধীঃ ভূরুঙ্গামারীতে সমন্বিকত কৃষি উন্নয়নের মাধ্যমে পুষ্টি ও খাদ্য নিরাপত্তা করণ প্রকল্পের আওতায় কৃষক প্রশিক্ষণ চলছে।
এ প্রকল্পের আওতায় গত ১৬-১৭ মে উপজেলা কৃষি অফিস হল রুমে ৩০ জন কৃষক-কৃষানিকে পুষ্টি প্রশিক্ষণ দেয়া হয়। প্রশিক্ষনে অংশ নেন ১৬ জন পুরুষ ও ১৪ জন মহিলা।
জানা গেছে গত ১৪ সাল থেকে উল্লেথিত প্রকল্পের আওতায় ৩শ’ জন কৃষান-কৃষানিকে পুষ্টি প্রশিক্ষণ দেয়া হয়েছে। উপজেলা কৃষি অফিসার আক্তারুজ্জামান জানান, উপ-সহকারী কৃষি অফিসাররা গ্রাম ভিত্তিক পুষ্টি দল থেকে সদস্য নির্বাচন করে প্রশিক্ষনের জন্য পাঠান। প্রশিক্ষন নিয়ে বেশকিছু কৃষক উপকৃত হয়েছেণ।