ভূরুঙ্গামারীতে খাদ্যবান্ধব তালিকা সংশোধনেও

ভূরুঙ্গামারী(কুড়িগ্রাম)প্রতিনিধিঃ কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ১০টাকা কেজি দরের খাদ্যবান্ধব কর্মসূচির সংশোধনি তালিকা প্রণয়নেও জটিলতার সৃষ্টি হওয়ায় সমস্যায় পড়েছেন সুবিধাভোগী ও খাদ্য কর্মকর্তারা।
জানা গেছে, অতিদরিদ্রদের জন্য ১০ টাকা কেজি দরে চাল দেযার তালিকায় ব্যাপক অনিয়মের অভিযোগের প্রেক্ষিতে সরকারী নির্দেশ অনুযায়ী তালিকা সংশোধন করতে গিয়েও বিপাকে পড়েছেন দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তারা। এ যাবৎ উপজেলার ১০ইউনিয়নের ১৩হাজার ৮শ’ ৮৫জন কার্ড ধারীর মধ্যে মাত্র ১১শ’ ৭জনের নাম সংশোধন করা হয়েছে।কিন্তু তার মধ্যেও রয়েছে অনেক অভিযোগ । ফলে দুই মাসের চাল সরবরাহ করা হলেও সংশোধিত তালিকার ব্যক্তিরা এখনও চাল পাননি।
বিভিন্ন বিচ্ছিন্ন অভিযোগ সহ গত ৭ নভেম্বর তিলাই ইউনিয়নের ‘জঙ্গিবাদ ও সন্ত্রাস নির্মূল কমিটী’র সভাপতি ও সদস্যরা ফেয়ার প্রাইস কর্মসূচির ব্যাপক অনিয়ম সম্পর্কে উপজেলা নির্বাহী অফিসার কে লিখিত অভিযোগ করেন। অভিযোগে নির্দিষ্ট ৩৯ জন ব্যক্তি সম্পর্কে বলা হয় যে, তারা সবাই স্বচ্ছল, মধ্যবিত্ত, একই নামে দুবার, একই পরিবারের এশাধিক সদস্য , অন্য ইউনিয়নের বাসিন্দা, অবসর প্রপ্ত সরকারী কর্মচারী , মেম্বারের পুত্র কন্যা এবং ক্ষমতাসীন দলের নেতা-কর্মিদের ঘণিষ্ঠ লোক জনের নাম সংশোধনী তালিকাতেও অন্তর্ভুক্ত করা হয়েছে।
এদিকে প্রতি মাসের প্রথম সপ্তাহে চাল সরবরাহের সরকারী নির্দেশ থাকলেও চুড়ান্ত তালিকা প্রস্তুত না হওয়ায় খাদ্য কর্মকর্তা ও ডিলাররা চাল বিতরনে সমস্যায় পড়েছেন।
প্রাপ্ত অভিযোগ সম্পর্কে পাথরডুবী ইউনিয়ন খাদ্য বান্ধব কর্মসূচির সভাপতি উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুর রহমান খান বলেন যে , সরেজমিনে অভিযোগ তদন্ত করা হচ্ছে,কিন্তু অল্প সময়ের মধ্যে নিখুত ভাবে যাচাই-বাছাই করা দুষ্কর । উপজেলা খাদ্য নিয়ন্ত্রক ফেরদৌস রফিকুল ইসলাম বলেন তিলাই ইউনিয়নের ১১জনের সংশোধনী তালিকা পাওয়া গেছে। এ ব্যাপারে ইউ এন ও-র কোন মতামত পাওয়া যায়নি।