ভূরুঙ্গামারীতে ট্রাকের ধাক্কায় মোটর সাইকেল চালকের মৃত্যু

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি ঃ কুড়িগ্রামের ভ‚রুঙ্গামারীতে শনিবার সকালে ট্রাকের ধাক্কায় এক মোটর সাইকেল চালকের মর্মান্তিক মৃত্যু ঘটেছে। উপজেলার পাইকের ছড়া ইউনিয়নের পাটেশ্বরী বাজারে সোনাহাট স্থলবন্দরগামী রাস্তায় একটি ট্রাককে ওভারটেক করার সময় ট্রাকের ধাক্কায় তারিক আজিজ পলাশ(৩৫) নামের এক মোটর সাইকেল চালকের মর্মান্তিক মৃত্যু হয়। পলাশ সোনাহাট এলাকার বছির উদ্দিনের পুত্র এবং সোনাহাট ইউনিয়নের যুবলীগের সহ-সভাপতি বলে জানাগেছে। বর্তমান ট্রাকটি আটক রয়েছে। ট্রাক নং ঢাকা মেট্রো ১৬-১৯৭২। ভ‚রুঙ্গামারী থানা পুলিশের একটি দল ঘটনা স্থল পরিদর্শন করেছে।