ভূরুঙ্গামারীতে নির্বাচনী ফলবদলের দাবিতে রিটার্নিং অফিসারের অফিস ঘেরাও

ভূরুঙ্গামারী(কুড়িগ্রাম)প্রতিনিধি ঃ ভূরুঙ্গামারীতে গত ১ নভেম্বর সদর ইউনিয়নের ২ মেম্বার পদপ্রর্থীরা নির্বাচনী ফলাফল নিয়ে পাল্টা-পাল্টি করে কয়েক শত নারী-পুরুষ রিটার্নিং অফিসারের অফিসের সামনে বিক্ষোভ- সমাবেশ করেছে। পরে উপজেলা চেয়ারম্যান নূরুন্নবী চৌধরী এবং সদর ইউপি চেয়ারম্যান মাহমুদুর রহমান রোজেনের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রনে আসে।
জানা গেছে, গত সোমবার উপজেলার স্থগিত ৩ ইউনিয়নের নির্বাচন সম্পন হয়। নির্বাচনে সদর ইউনিয়নের ৬নং ওয়ার্ডে সহিদুল ইসলামের তালা মার্কাকে বিজয়ী ঘোষনা করা হয়। পর দিন মঙ্গলবার সকালে একই ওয়ার্ডের একই নামের অপর প্রার্থীর আপেল মার্কা বিজয়ী হয়েছে বলে অনেক লোকজন সাথে নিয়ে উপজেলা কৃষি অফিসার ও রিটার্নিং অফিসার মোঃ আক্তারুজ্জামানের অফিসের সামনে সমবেত হয়ে বিক্ষোভ প্রদর্শন করে বিজয়ী ঘোষনার দাবি জানায়। পরবর্তীতে তালা মার্কার লোক জন জড় হয়ে একই ভাবে তাদের বিজয় নিশ্চিত করার দাবি জানায়। এ ব্যাপারে রিটার্নিং অফিসারের কাছে জানতে চাইলে তিনি বলেন প্রকৃত পক্ষে যিনি বিজয়ী হয়েছেন আমি তার নামই উপরে পাঠিয়ে দেব।এ রিপোট লেখা পর্যন্ত চুড়ান্ত সিদ্ধান্ত হয়নি।