
ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি ঃ কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে পাঁচটি পারিবারিক পূঁজা মন্ডপে চুরি, প্রতিমা তছনছ ও ভাঙ্গচুরের ঘটনা ঘটেছে।
ঘটনাস্থল ঘুরে এবং মন্ডপ তছনছ ও ভাঙ্গচুরের শিকার পরিবারগুলোর সাথে কথা বলে জানা গেছে, বুধবার গভীর রাতে কে বা কারা উপজেলার সাহাপাড়া এলাকার রাম গোপাল মোহন্ত, বিনোদ চন্দ্র মোহন্ত, রাধা মোহন্ত ও বলাই মোহন্তের পারিবারিক পুঁজা মন্ডপ থেকে পিতলের গনেশ মূর্তি, সোনা ও রুপার চেইন সহ তকতি (মেডেল) চুরি করে এবং মন্ডপ তছনছ করে নারায়ন, রাঁধা ও কৃষ্ণের মূর্তিগুলোকে কাত করে ফেলে রাখে। এছাড়া রতন চন্দ্র মোহন্তের বাড়ির কালি মূর্তি দুটি হাত ভেঙ্গে দেয়।
রতন চন্দ্র মোহন্ত সহ ওই এলাকার মানিক চন্দ্র মোহন্ত, বিশ্বনাথ চন্দ্র মোহন্ত, পুতূল চন্দ্র মোহন্ত জানান, “এলাকার মুসলমানদের আমাদের কোন দ্বন্দ্ব নেই। এরকম ঘটনা যেন ভবিষ্যতে আর না ঘটে। বাংলাদেশের নাগরিক হিসাবে নিরাপদে ধর্ম পালন সহ বসবাস করতে পারি।”
মন্ডপ তছনছ ও প্রতিমা ভাঙ্গচুরের খবর পেয়ে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা তাপস চন্দ্র পন্ডিত দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, এখন পর্যন্ত লিখিত অভিযোগ পাই নাই। মন্ডপের নিরাপত্তার লক্ষ্যে টহল জোরদার করা হবে এবং কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে তা খতিয়ে দেখা হবে।