ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি ঃ কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বিদ্যুতস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিন ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে।
জানা গেছে, গত বুধবার রাত দশটার দিকে জয়মনির হাট ইউনিয়নের শিংঝার খাসির ভিটা গ্রামে বাড়ি সংলগ্ন বাঁশের খুটিতে লাগানো বিদ্যুতের ছেঁড়া তার জোড়া দিতে গিয়ে আজিজার রহমানের ছেলে সাইফুর রহমান (২৫) বৈদ্যুতিক তারে জড়িয়ে যায়। তাকে উদ্ধার করতে তার মা ছবিরণ বেগম (৪৫) এবং স্ত্রী মমতাজ বেগম (২৩) চেষ্টা চালালে তারাও বিদ্যুত স্পৃষ্ট হয়। এতে ঘটনা স্থলেই তিন জনের মর্মান্তিক মৃত্যু হয়।
এ ব্যাপারে পরদিন ভূরুঙ্গামারী থানায় একটি অস্বাভাবিক মৃত্যু মামলা দায়ের হয়েছে। থানা পুলিশ লাশ ময়না তদন্তের জন্য কুড়িগ্রাম মর্গে প্রেরণ করেছে। পরিবারটিতে চলছে শোকের মাতম। এই মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমেছে।
মোক্তার হোসেন সরকার