ভূরুঙ্গামারীতে বোরো ধানে ব্লাষ্ট আক্রমন

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি ঃ ভূরুঙ্গামারীতে চলতি বোরো মৌসুমে নেগ ব্লাষ্ট রোগ ক্রমেই দ্রুত ছড়িয়ে পড়ে মারাত্মক রুপ ধারণ করছে। ফলে বোরো উৎপাদনকারী চাষীরা মারাত্মক ক্ষতির সন্মুখিন হচ্ছেন।
জানা গেছে , চলতি মৌসুমে উপজেলায় মোট ১৩হাজার ৪ শত ৭৭ হেক্টর জমিতে বোরো চাষ করা হয়। যার উৎপাদন লক্ষ্য মাত্রা ধার্যকরা হয় ৮০হাজার ৮ শ’৬২ মেঃ টন। সার-বীজ ও ডিজেল-বিদ্যুতের কোন প্রকার ঘাটতি না থাকায় কৃষক আশায় বুকবেধে মনের আনন্দে তাদের ক্ষেত-খামারে আবাদ করেছেন। প্রতি বিঘা বোরো চাষে কৃষকের গড় খরচ পড়েছে ৮ হাজার টাকা। কিন্তু বৈরী আবহাওয়ার কারণে ধান ক্ষেতে নেগ ব্লাষ্ট রোগের প্রার্দুভাব হওয়ায় বহু কৃষকের সেই স্বপ্ন ধুলিস্বাৎ হতে চলেছে। বিশেষতঃ যারা ব্রি-ধান ২৮ চাষ করেছেন সেই সব জমির ফসলে এই রোগের আক্রমন হয়েছে সবচে’বেশি। জয়মনিরহাটের আফসার আলী ,পাথরডুবির জমশের আলী, আঙ্গারীয়ার কার্তিক, বলদিয়ার রহমান প্রমুখ কৃষকের সাথে কথা বলে জানা যায় যে, তারা প্রতিষেধক হিসেবে বাজারে প্রচলিত ছত্রাকনাশক ব্যাবহার করে কোন সুফল পান নাই। ক্ষেতের অবস্থা এমনই যে তারা এক মুঠো ধানও ঘড়ে তুলতে পারবেন না। অনেকেই আক্রান্ত ক্ষেতের ধানের চারা কেটে গবাদি পশুকে খাওয়াচ্ছেন।
উপজেলা কৃষি অফিসার মোঃ আক্তারুজ্জামান বলেন ব্রি ২৮ ধানে এই রোগ আক্রমন করেছে বলে আমরা জানতে পেরেছি। তবে এর পরিমান ৫০-৬০ হেক্টর হতে পারে।