ভূরুঙ্গামারীতে বোর ধান কাটা শুরুঃ ব্লাষ্ট আক্রমনে কৃষক ক্ষতির সন্মুখীন

কুড়িগ্রাম

মোক্তার হোসেন সরকার, ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) থেকেঃ/ ভূরুঙ্গামারী(কুড়িগ্রাম) প্রতিনিধীঃ ভূরুঙ্গামারীতে আগাম জাতের ব্রি-২৮ ধান কাটা-মাড়াই করা শুরু হয়েছে। কিন্তু ধান ক্ষেতে নেক ব্লাষ্ট নামক রোগের আক্রমন হওয়ায় আশানুরুপ ফলন না পেয়ে কৃষক হতাশ হচ্ছেন।  বর্তমানে বাজারে ধানের দাম প্রতি মন ৮৭০ থেকে ৮৮০ টাকা দরে বিক্রি হলেও নতুন ধান বেচা কেনা তেমন শুরু হয় নি । আন্তজ আলী নামক জনৈক ফরিয়া বলেন, ৬শ’ টাকা দরে কিছু কিছু নতুন ধান কেনা বেচা হচ্ছে। এদিকে অর্থাভাবে প্রান্তিক চাষীদের মধ্যে কেউ কেউ ফরিয়াদের কাছ থেকে আগাম অর্থ নিয়েছেন। পাথরডুবি গ্রামের আঃ জব্বার জানান, তিনি দেড় বিঘা ক্ষেতে ব্রি ২৮ ধান চাষ করেছেন। গত চৈত্র মাসে বাড়ির পাশের এক ফরিয়ার কাছে দুই মন ধান বাবদ ১ হাজার টাকা কর্জ করেছেন। তার দের বিঘা ক্ষেতে ২০/২২ মন ধান হতে পারে। ধান শুকিয়ে ফরিয়াকে কর্জ পরিশোধ করেও তার আগামী ৬ মাসের ঘরের খাবার থাকবে।
জয়মনির হাটের সোবহান আলী জানান তিনি দু বিঘা জমিতে ব্রি-২৮ ধান লাগিয়েছেন। তার ক্ষেতে পোকার আক্রমন হয়েছে। তিনি বীজ ধানের পরিমান ধানও ঘরে তুলতে পারবেন না।
জানা গেছে, চলতি মৌসুমে উপজেলায় ১৩ হাজার ৪শ’ ৭৭ হেক্টর জমিতে বিভিন্ন জাতের উচ্চ ফলনশীল ধান চাষ করা হয়েছে। তন্মধ্যে আগাম জাতের ব্রি-২৮ ধান লাগান হয়েছে ৬০ হেক্টরের মত জমিতে। কিন্তু এই জাতের ধানে নেক ব্লাষ্ট নামক ছত্রাক আক্রমন করায় অনেক চাষী মারাত্মক ক্ষতি গ্রস্থ হচ্ছেন। এ রোগের আক্রমনে ধান গাছের পাতা গলা ও গোড়া আক্রান্ত হয়। ধীরে ধীরে পাতা হলদে হয়ে পড়ে গাছ মওে যায়। ফলন্ত ক্ষেতে আক্রমন হলে ধান চিটা হয়ে যায়।
উপজেলা কৃষি অফিসার আক্তারুজ্জামান বলেনঃ আক্রান্ত ক্ষেতে পানি জমিয়ে রাখলে এ রোগ অনেকটাই প্রতিরোধ হয়। কৃষকদের আমরা উপযুক্ত পরামর্শ দিয়ে যাচ্ছি। মইদাম গ্রামের হাফিজুর রহমান বলেন তার বিঘা খানেক জমিতে পোকা ধরেছিল, কৃষি অফিসারের পরামর্শে ঔষধ ছিটিয়ে রোগ সেরে গেছে। পাথরডুবি ইউনিয়নের উপ-সহকারী কৃষি অফিসার শরিফুল ইসলাম বলেন আমরা সব সময়ে কৃষকের পাশে থেকে প্রয়োজনীয় সকল পরামর্শ দিয়ে আসছি।