
ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি ঃ কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ভুল চিকিৎসায় এক রোগীর মৃত্যুর খবর পাওয়া গেছে। মৃত্যুবরণ করা ওই রোগীর নাম আব্দুস সালাম (৩৫)। সে উপজেলার পাথরডুবী ইউনিয়নের মইদাম গ্রামের আলেফ উদ্দিনের ছেলে।
গত ১৮ মে পেটের ব্যথায় অসুস্থ্য সালামকে মাদার ক্লিনিক এন্ড নার্সিং হোমে ভর্তি করায় তার আত্মীয়-স্বজন। ক্লিনিক থেকে জানানো হয় সে এ্যাপেন্ডিক্স আক্রান্ত। ওই দিন রাতেই কুড়িগ্রাম থেকে আগত চিকিৎসক সালামের অস্ত্রোপচার করেন। অস্ত্রোপচারের পরের দিন থেকে মলদ্বার দিয়ে রক্তপাত হতে থাকে। দিনকে দিন সালামের শারীরিক অবস্থার অবনতি হলে মাদার ক্লিনিক কর্তৃপক্ষ উন্নত চিকিৎসার জন্য তাকে রংপুর প্রেরণ করে।
রংপুরের চিকিৎসকরা সালামের আত্মীয়-স্বজনকে জানান রোগীকে ভুল চিকিৎসা দেয়া হয়েছে, তাকে বাঁচানো প্রায় অসম্ভব। নিরুপায় হয়ে তারা পুনরায় সালামকে মাদার ক্লিনিকে নিয়ে এলে ক্লিনিক কর্তৃপক্ষ কৌশলে সালামকে কুড়িগ্রাম থেকে আগত অস্ত্রোপচারকারী চিকিৎসকের নিকট প্রেরণ
করে। ওই চিকিৎসক পুনরায় সালামকে রংপুর প্রেরণ করেন। রংপুরের চিকিৎসকরা সালামকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা করলেও ২৭মে বৃহস্পতিবার সালাম পারি জমায় না ফেরার দেশে। ওই দিন দিবাগত রাত আনুমানিক দেড়টায় মাদার ক্লিনিক কর্তৃপক্ষ সালামের পরিবারকে ৮০ হাজার টাকা দিয়ে বিষয়টির সমঝোতা করে। শুক্রবার সালামের দাফন সম্পূর্ণ হয়। এ ঘটনায় ক্লিনিকটির সেবার মান নিয়ে জনমনে সংশয় দেখা দিয়েছে।