
ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি ঃ কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে মাদক সেবনের দায়ে দুইজনকে আটক করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে মাদার ক্লিনিক এলাকায় অভিযান চালিয়ে শামিউল আলম সোহাগ (২০) এবং কামরুল হাসান (২৫) নামের দুই যুবককে আটক করে পুলিশ। সোহাগ কামাত আঙ্গারীয়া গ্রামের আজিজার রহমানের ছেলে এবং কামরুল নাগেশ্বরী উপজেলার সন্তোষপুর গ্রামের আজম আলীর ছেলে। শনিবার দুপুরে আটককৃতদের ভ্রাম্যমান আদালতে চার হাজার টাকা জরিমানা করা হয়েছে।