ভূরুঙ্গামারীতে মুক্তিযোদ্ধা তালিকা নিয়ে ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি ঃ কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে সদ্য সমাপ্ত মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই ফলাফল ভন্ডুল করার ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে প্রতিরোধ কমিটি গঠিত হয়েছে। এ উপলক্ষ্যে গত বৃহস্পতিবার আন্ধারীঝাড় ইউনিয়ন মুক্তিযোদ্ধা সংসদে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আনছার আলীর সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন একেএম হজরত আলী, মোতাব্বের হোসেন, সিরাজ, ইউনিয়ন আ.লীগ সহ-সভাপতি আক্তার হোসেন, মুক্তিযোদ্ধার সন্তান কমান্ডের আশরাফুল আলম সবুজ, উপজেলা যুব লীগ সাধারন সম্পাদক হাজ্বী মঈন উদ্দিন খোকন প্রমুখ।
বক্তারা সদ্য সমাপ্ত যাচাই বাছাইয়ের ফলাফল ভন্ডুল করার উদ্দেশ্যে ষড়যন্ত্রকারীদের প্রতি হুঁশিয়ারী উচ্চারণ করে বলেন ঃ মহান মুক্তিযুদ্ধে সক্রিয় অংশগ্রহণ করেও যাদের ষড়যন্ত্রের কারণে অর্ধ শতাব্দী কালেও বাদ পড়া মুক্তিযোদ্ধারা মুক্তিযোদ্ধার স্বীকৃতি পান নাই; মুক্তিযোদ্ধার কলঙ্ক সেই জামাত-বিএনপির কিছু সমর্থক এবারের সুষ্ঠু যাচাই-বাছাই ও যাতে ভন্ডুল হয়ে যায় সেই জন্য নানা রকম মিথ্যা অভিযোগ উত্থাপন করে নিজেদের হীন-স্বার্থ হাছিল করার উদ্যেশে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছেন। এই ফলাফল বাতিল করে তারা জামাত-বিএনপি সমর্থক অমুক্তিযোদ্ধাদের যাতে মুক্তিযোদ্ধা তালিকা ভুক্ত করতে পারেন, সে জন্য কতিপয় সাংবাদিকদের ভূয়া তথ্য প্রদান করে সংবাদ প্রকাশে উদ্বুদ্ধ করেন। বক্তারা এই সব অপতৎপরতার তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে সকল ষড়যন্ত্র রুখে দেয়ার অঙ্গীকার ব্যক্ত করেন। আলোচনা শেষে এগার সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠিত হয়।
উল্লেখ্য উপজেলা যাচাই-বাছাই কমিটি বিধি মোতাবেক স্বাক্ষ্য প্রমাণ সাপেক্ষে অন লাইনে প্রায় ৭শ জন আবেদনকারীর মধ্য থেকে সর্ব সম্মতি ক্রমে ২৫৪ জনের নামের তালিকা প্রকাশ করেন। যে তালিকায় বঙ্গবন্ধুর আদর্শের অনুসারি ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী কাউকেই বাদ দেয়া হয় নাই। এই তালিকা প্রকাশের পর একটি স্বার্থাণে¦ষী মহল তাদের অমুক্তিযোদ্ধা আত্মীয়-স্বজনদের নাম দেখতে না পেয়ে যাচাই-বাছাই নস্যাৎ করার লক্ষ্যে নানা ষড়যন্ত্রে লিপ্ত হন। এ কারণে সদ্য তালিকা ভুক্ত মুক্তিযোদ্ধারা উদ্বেগ ও উৎকন্ঠার মধ্যে দিনাতিপাত করছেন।