ভূরুঙ্গামারীতে সরকারি সহায়তা বিতত এক হত-দরিদ্র পরিবার

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি ঃ কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বছরের পর বছর যাবত সরকারি সহায়তা বি ত রয়েছে এক হত-দরিদ্র পরিবার।
উপজেলার তিলাই ইউনিয়নের পশ্চিম ছাট গোপালপুর (কুঠিবাড়ি) গ্রামে পরিবারটির বসবাস। পরিবার প্রধান জইমুদ্দিন, এলাকায় জই নামে পরিচিত। জাতীয় পরিচয় পত্র অনুযায়ী ১৯৫২ সালে তার জন্ম। স্ত্রী খোদেজা বেগমের জন্ম ১৯৫৭ সালে। অভাবের কারণে এই দম্পতি এক ছেলেকে দত্তক দিয়েছেন অনেক দিন আগেই। বহু কষ্টে দিয়েছেন এক মেয়ের বিয়ে। প্রতিবন্ধী ছেলে খরতউল্ল্যাহ আর বৃদ্ধা স্ত্রীকে নিয়ে খেয়ে না খেয়ে দিন কাটে জইমুদ্দিনের। বয়সের ভারে ভারাক্রান্ত জইমুদ্দিন তুলনামূলক কম পারিশ্রমিকে সকাল-সন্ধ্যা অন্যের বাড়িতে দিনমজুরের কাজ করেন। তাকে কাজে নিতে চান না অনেকেই। কাজ জুটলে দু-বেলা দু-মুঠো খাবার জোটে না হলে থাকতে হয় উপোস। পাড়া-প্রতিবেশিরা মাঝে-মধ্যে সহায়তার হাত বাড়িয়ে দিলেও সরকারি সহায়তা যেমন-ফেয়ার প্রাইজ, ভিজিডি,বয়স্ক ভাতা, ইজিপিপি সহ অন্যান্য সরকারি সহায়তার কোনটিতে অন্তর্ভুক্ত করা হয় নাই হত-দরিদ্র পরিবারটির কোন সদস্যকে। প্রতিবেশিরা জানিয়েছেন কোন এক কোরবানীর ঈদে ভাত রান্নার চাল না থাকায় শুধু মাত্র কোরবানীর পশুর গোস্ত খেয়েই ঈদ কেটেছে পরিবারটির। ইউনিয়নটিতে বিভিন্ন সময় সরকারি সুবিধা ভোগীর তালিকা প্রস্তুতে অনিয়মের অভিযোগের প্রেক্ষিতে সুবিধা ভোগীর নাম সংযোজন-বিয়োযোজন করা হলেও রহস্যজনক কারণে হত-দরিদ্র পরিবারটির কোন সদস্যের নাম অন্তর্ভুক্ত করেন নাই স্থানীয় জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দ। এলাকাবাসীর দাবী ওই এলাকায় জইমুদ্দিনের পরিবারের চেয়ে দরিদ্র পরিবার আর একটিও নেই। জানা গেছে, জইমুদ্দিনের চল্লিশ উর্ধ্ব প্রতিবন্ধী ছেলে খরতউল্ল্যাহ পাচ্ছেন না প্রতিবন্ধী ভাতা।
পরিবারটি সহায়তা বি ত কেন তা জানতে ওই ওয়ার্ডের ইউপি সদস্য হায়দার আলীর সাথে যোগাযোগ করা হলে তিনি অপর্যাপ্ত বরাদ্দের অজুহাত দেখান। মুঠো ফোনে ইউপি চেয়ারম্যান ফরিদুল হক শাহিন শিকদারের নিকট এ বিষয়ে জানতে চাইলে বিষয়টি তার জানা নাই বলে জানান। মানবেতর জীবন যাপন করা পরিবারটির মুক্তি মিলবে কবে?