ভূরুঙ্গামারীতে সরকারের সাফল্যের উপর সাংস্কৃতিক অনুষ্ঠান ও চলচ্চিত্র প্রদর্শণী

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি ঃ শিক্ষা নিয়ে গড়বো দেশ, শেখ হাসিনার বাংলাদেশ শ্লোগানকে সামনে রেখে কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে মহিলা সমাবেশ, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও চলচ্চিত্র প্রর্দশণী অনুষ্ঠিত হয়েছে ।
গত বৃহস্পতিবার সকালে জেলা তথ্য অফিস কুড়িগ্রামের উদ্যোগে এবং ভূরুঙ্গামারী উপজেলা প্রশাসনের সহযোগীতায় গছিডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে সরকারের সাফল্য ও উন্নয়ন ভাবনা বিষয়ে জনগনকে উদ্বুদ্ধকরণ এবং উন্নয়ন কার্যক্রমে সম্পৃক্তকরণের লক্ষ্যে মহিলা সমাবেশ, আলোচনা সভা, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও চলচ্চিত্র প্রর্দশণীর অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে উপজেলা র্নিবাহী অফিসার আজাহারুল ইসলামের সভাপতিত্বে ও জেলা তথ্য অফিসার আব্দুর রহিমের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ দেলোয়ার হোসেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব)। এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পাইকের ছড়া ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক সরকার, গছিডাঙ্গা সরকারি প্রথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এরশাদ হোসেন ও ইউনিয়ন পরিষদের সকল সদস্যবৃন্দ।