
ভূরুঙ্গামারী(কুড়িগ্রাম) প্রতিনিধি ঃ কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে স্থগিত ৩ ইউনিয়নের অন্তর্গত ১০টি সাবেক ছিটমহলের ভোটার সহ শান্তিপূর্ণ পরিবেশে ইউপি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে লাঙ্গল,ধানের শীষ এবং স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হয়েছেন।
ভূরুঙ্গামারী সদর ইউনিয়নে একেএম মাহমুদুর রহমান রোজেন লাঙ্গল প্রতীকে পান ১২ হাজার ৩শ ১৭ ভোট, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইসলামুল হক নৌকা প্রতীকে পেয়েছেন ৮ হাজার ৩১৩ ভোট । পাথরডুবী ইউনিয়নে হুমায়ন কবির মিঠু (স্বতন্ত্র) ঘোড়া প্রতীকে ৪ হাজার ৭২ ভোট পেয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আব্দুল করিম নৌকা প্রতীকে পেয়েছেন ৩ হাজার ৩৪৮ ভোট। শিলখূড়ী ইউনিয়নে ইসমাইল হোসেন ধানের শীষ প্রতীকে ৫ হাজার ৩৫০ ভোট, পেয়ে বেসরকারী ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী গাজীউর রহমান লাঙ্গল প্রতীকে ৪ হাজার ৫৬৬ ভোট পেয়েছেন।
উল্লেখ্য, ভূরুঙ্গামারী উপজেলায় ইউপি নির্বাচনে ১০ ইউনিয়নের মধ্যে চেয়ারম্যান পদে আওয়ামীলীগ ১টি বিএনপি ৩টি জাতীয় পার্টি ৪টি এবং স্বতন্ত্র ২টি ইউনিয়নে বিজয়ী হয়েছেন। তন্মধ্যে বলদিয়া ইউনিয়নের বিএনপি মনোনীত প্রার্থী মোকলেসুর রহমান পর পর দু’বার এবং সদর ইউনিয়নে মাহমুদুর রহমান রোজেন(লাঙ্গল) পর পর তিনবার নির্বাচিত হলেন।