মোক্তার হোসেন সরকার, ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) ঃ ভূরুঙ্গামারীতে ১৮টি পুজা মন্ডপে শারদীয় র্দর্গোৎসবের আয়োজন চলছে। প্রতিমার গায়ে রং তুলির আল্পনার কাজ চলছে দ্রুত গতিতে। অপরদিকে হিন্দু সম্প্রদায়ের লোকজনের মধ্যে ঘড়ে-বাইরে চলছে ব্যস্ততা। গৃিহণীরা ব্যস্ত রয়েছেন ঘর-বাড়ি গোছানো সহ নানা রকম মিষ্টান্ন সামগ্রী তৈরিতে। পূজোপলক্ষ্যে নতুন জামা-কাপড় কেনার ভীড় জমেছে দোকানে দোকানে। আইন শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসনিক ভাবে সিদ্ধান্ত গৃহীত হয়েছে। প্রতি মন্ডপে বরাদ্দ দেয়া হয়েছে কিছু পরিমান চাল।
জানা গেছে আসন্ন শারদীয় দূর্গোৎসবে উপজেলার ১০ ইউনিয়নের মধ্যে উপজেলা সদরের কেন্দ্রীয় ইন্দ্র প্রসাদ দেব মন্দির সহ ১৩টি, বলদিয়া ইউনিয়নে ২টি,জয়মনিরহাট ইউনিয়নে ১টি,আন্ধারীঝাড় ইউনিয়নে ১টি, তিলাই ইউনিয়নে ১টি সহ সর্বমোট ১৮টি মন্ডপে দূর্গা পুজা অনুষ্ঠিত হতে চলেছে। এছাড়াও মাত্র একটি হিন্দু পরিবারে বসন্তকালীন দূর্গোৎসব পালিত হয়।
উপজেলা পূজা উদযাপন পরিষদ সভাপতি শ্রী রবিন্দ্র নাথ দে বলেন, পূজা উপলক্ষ্যে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে, প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তার বিষয়ে পূর্ণ আশ্বাস পাওয়া গেছে। আমরা আশা করছি প্রতিবারে ন্যায় এবারও আনন্দ মুখর পরিবেশে দূর্গোৎসব উদযাপন করতে পারব।