ভূরুঙ্গামারীতে ৫ কেজি গাঁজা সহ আটক ২

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি ঃ কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ৫ কেজি গাঁজা সহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে এস আই ইসমাইলের নেতৃত্বে উপজেলার পাথরডুবী ইউনিয়নের দক্ষিণ বাঁশজানি গ্রামে অভিযান চালিয়ে ৫ কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ। অভিযান কালে মাদক ব্যবসায়ের দায়ে দক্ষিণ বাঁশজানি গ্রামের সোহরাব ফকিরের পুত্র আমিনুল ইসলাম (৩৫) ও অজিম উদ্দিনের পুত্র হাফিজুল ইসলাম (৩০) কে আটক করে পুলিশ। জানা গেছে, তারা দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসার সাথে জড়িত। পরে আটককৃতদের মাদক মামলায় জেল হাজতে প্রেরণ করা হয়েছে।