
মোক্তার হোসেন সরকার, ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) থেকেঃ/ ভূরুঙ্গামারী(কুড়িগ্রাম) প্রতিনিধীঃ জন-সাস্থ্য সচেতনতার অভাব, প্রশাষনিক উদাসীনতা এবং পরিচ্ছন্নতা অব্যাবস্থাপনার কারনে ভূরুঙ্গামারী উপজেলা পরিষদ চত্বর এবং সরকারী আবাসিক এলাকায় মারাত্মক অপরিচ্ছন্ন পরিবেশ বিরাজ করছে। উপজেলা পরিষদ ডর্ম প্রাঙ্গন পরিণত হয়েছে আস্তাকুঁড়ে। এছাড়া উপজেলার হাট-বাজার এবং ইউপি সহ অনান্য ইউনিয়ন অফিস গুলো পারিপাশ্বিক পরিচ্ছন্নতার অভাবের কারনে সরকারী কর্মকর্তা-কর্মচারী ও সাধারন লোকজন সব সময়ে স্বাস্থ্য ঝুঁকি নিয়ে চলছেন।
সরে জমিনে দেখা যায়, উপজেলা পরিষদের উত্তর গেটে উপজেলা পরিষদ ক্যান্টিন সহ আরও একটি চায়ের দোকান, চারটি পানের দোকান, একটি টেইলারিং এবং একটি লন্ড্রিকে দোকান করার অনুমতি দেয়া হয়েছে। এছাড়া সহকারী সেটেলমেন্ট অফিসের পাশে অবৈধ আরও চারটি চা এবং পানের দোকান রয়েছে। সাব-রেজিষ্টি অফিসের পাশে ক্যাম্পাসে রয়েছে আর দুটি চায়ের দোকান।
উপজেলা পরিষদের উত্তর গেটের একটু পূর্ব পাশে অবস্থিত দ্বি-তল ডর্ম ভবন, (যেখানে ব্যাচেলার সরকারী কর্মচারীরা থাকেন)। এই ডর্মের কয়েক গজ উত্তর পূর্ব পাশেই রয়েছে আরও দুটি চায়ের দোকান। ডর্ম থেকে গজ পাচেক দুরেই রয়েছে একটি সাধারন প্রসাব খানা। তার একটু পূর্ব দিকে উপজেলা ক্রীড়া পরিষদের পিছনে রয়েছে বহু পুরাতন একটি পায়খানা। যার কোন দরজা নেই। পরিষদ চত্বরে কোন সাধারন পায়খানা না থাকায় অনেকেই ঐ ভাঙ্গা পায়খানাতেই মল ত্যাগ করেন। যা উপচে গিয়ে অনেক জায়গা কলুষিত হয়। প্রসাব খানাটিও ব্যবহৃত উভয় কাজে। ডর্মের উত্তর দেয়াল ঘেসে রয়েছে একটি ড্রেন। যেটি দিয়ে ময়লা ভেসে না যেতে পেরে সেখানেই পচে-গলে ক্রমে ফুলে-ফেপে উপচে ডর্ম-র পাশে গড়িয়ে পরে। পাশের বর্ণিত হোটেল সহ অনান্য দোকান গুলির যাবতীয় বর্জ্য এনে ফেলা হয় এই ডর্মের দেয়াল ঘেষে। কথিত প্রসাব খানা ব্যবহার করতে না পেরে ডর্মের দেয়াল ঘেষে লোকজন প্রসাব করে থাকেন। আর্বজানার স্তুুপে দিন রাত মশা- মছি সহ বিভিন্ন কিট-পতঙ্গ কিল বিল করে। আর উচ্ছিষ্ট খাবার নিয়ে কুকুর করে মারামারি। কা-কা কওে কাউয়া। এসব দোকানের আর্বজনা ছাড়াও ক্যাম্পাসের বাইরের সেলুনে ছাটা চুলসহ অন্যান্য দোকান ও বেকারীর আবর্জনাও এনে ফেলা হয় উপজেলা পরিষদ চত্বরে। এভাবে আর্বজানার স্তুুপে উপজেলা পরিষদ ডর্ম পরিনত হয়েছে যেন এক আস্তাকুঁড়ে। অথচ এখানেই দিনের পর দিন বাস করছেন ডর্মেটরিরা।
উপজেলা এলজিইডি অফিসের সামনের সামান্য দু’টুকর বাগান আগাছায় ভর্তি, সেখানেও ফেলা হয় আবর্জনা। বছরে এক-আধবার কান্ট্রি কিংবা কর্মসৃজন প্রকল্পের মহিলাদের দ¦ারা বাগানটুক পরিস্কার করা হলেও বছরের বাকি বেশীর সময়ই থাকে ময়লা- আবর্জনা ভর্তি। বন বিভাগ অফিসের নার্সারির চার পাশও জঙ্গলে ভরা।
শুধু তাই নয়, সরকারী ষ্টাফ-অফিসারদের বাস ভবনগুলোর আশ-পাশের পরিবেশও খুবই নোংরা । মহিলা বিষয়ক অফিসের পাশে কচু-ঘেচু ও ঘাসে ছেয়ে গেছে। রাতের বেলা সেখানে দল বদ্ধ শয়ালের চিৎকার শোনা যায়। দিনের বেলায় সেখানে ছাগল-গরু চড়তে দেখা যায়। প্রোমট মহিলা হোষ্টেল সহ আন্যান্য আবাসিক ভবন গুলোর চার পাশও নেংরা।
উপজেলা পরিষদ প্রশাষনিক এলাকাতেই যখন এই অবস্থা; সহজেই তখন ইউনিয়ন পরিষদ এবং ইউনিয়ন পর্যায়ের অন্যান্য অফিস-ক্লিনিংক গুলোর অবস্থা অনুমান করা যায়।
সরে জমিনে পাথরডুবি ইউপি ভবন এবং ইউনিয়ন পরিবার কল্যাণ কেন্দ্রে গিয়ে দেখা যায়, দ্বি-তল পরিষদ ভবনের চারদিকে ময়লা আবর্জনার স্তুুপ। তিনটা টয়লেটের মধ্যে একটাও ব্যাবহার যোগ্য নয়। সে গুলো ব্যবহার করতে কাছে গিয়ে অনেকেই ভীমড়ি খেয়ে ফিরে আসেন। ইউনিয়ন পঃকঃ কেন্দ্রের মেঝেতে ধুলা ময়লার স্তুুপ। দেয়ালের গায়ে গজানো বট-পাকুরের চারা অনেক বড় হয়েছে। সেখানেও তিনটা টয়লেটের মধ্যে একটারও ধারের কাছে যাওয়া যায় না।ভিতরে এক অন্ধকারাচ্ছন্ন পরিবেশ। খোঁজ নিয়ে জানা গেছে বাকী নয় ইউনিয়ন পরিষদ এবং অন্যান্য অফিস গুলোরও একই অবস্থা। অথচ প্রতিটি অফিসেই রয়েছে বেতন-ভোগী পরিচ্ছন্ন কর্মী।
নাম প্রকাশে অনিচ্ছুক একজন ডর্মেটরি বলেন, ময়লা ফেলতে বাধা দিতে গিয়ে ঐ লোকের কাছ থেকে নানা কটুক্তি শুনতে হয়েছে। তাই আর কিছু বলিনা। বিষয়টি উপজেলা নির্বাহী অফিসার মোঃ আজাহারুল ইসলামের দৃষ্টি গোচর করা হলে তিনি বলেন‘বিষটি তাঁর নজরে পড়েছে, শীর্ঘই পরিষ্কার করা হচ্ছে। মাষ্টার প্ল্যান অনুযায়ী উপজেলা পরিষদ কম্পেøক্স ভবন নির্মানের কাজ চলছে, উপজেলা অডিটোরিয়াম নির্মান কাজ আরম্ভ হচ্ছে, এ সবের সঙ্গে মান সন্মত পাবলিক টয়লেট নির্মান করা হবে।