ভেজালযুক্ত তেলের অপর্কীতি

ঢাকা জেলা প্রতিনিধিঃ

ঢাকার সাভার থানার হেমায়েতপুরে ব্রাইট মাদ্রাসার দক্ষিণ পাশে একটি  কারখানায় সরিষার তেলের সাথে ভেজাল মিশিয়ে বোতলজাত এবং নকল হুইল পাওডার প্যাকেটজাত করে নকল লোগো লাগিয়ে বাজারজাত করা হয়।   এমতাবস্থায় স্থানীয় প্রতিনিধি তার সঠিক তদন্তের সাথে বিষয়টি লক্ষ্য করে বিষয়টি সনাক্ত করেন।