ভেনেজুয়েলার অভিযোগ: ক্যারিবীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের ‘অঘোষিত যুদ্ধ’

ভেনেজুয়েলা ক্যারিবীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক পদক্ষেপকে ‘অঘোষিত যুদ্ধ’ আখ্যা দিয়ে জাতিসংঘের তদন্তের আহ্বান জানিয়েছে।

সম্প্রতি সন্দেহভাজন মাদকবাহী নৌযানগুলোর ওপর মার্কিন বাহিনীর হামলায় বহু নিহতের ঘটনা ঘটে। এ বিষয়ে ভেনিজুয়েলা জাতিসংঘের নিরাপত্তা পরিষদের হস্তক্ষেপ চেয়েছে।

ওয়াশিংটনের পক্ষ থেকে জানানো হয়েছে, তারা মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে ক্যারিবীয় সাগরে যুদ্ধজাহাজ মোতায়েন করেছে এবং পুয়ের্তো রিকোতে এফ-৩৫ যুদ্ধবিমান পাঠিয়েছে।

ভেনেজুয়েলার প্রতিরক্ষামন্ত্রী ভলাদিমির পাদ্রিনো লোপেজ বলেছেন,

“এটি একটি অঘোষিত যুদ্ধ। মাদক ব্যবসায়ী হোক বা না হোক, কোনো প্রতিরক্ষার সুযোগ না দিয়েই আমাদের মানুষদের হত্যা করা হচ্ছে।”

অ্যাটর্নি জেনারেল তারেক উইলিয়াম সাব ছোট নৌযান লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ব্যবহারের ঘটনাকে “মানবতাবিরোধী অপরাধ” হিসেবে অভিহিত করেছেন।

পররাষ্ট্রমন্ত্রী ইভান গিল জাতিসংঘকে আহ্বান জানিয়েছেন— মার্কিন সামরিক পদক্ষেপ অবিলম্বে বন্ধ করতে হবে।

এদিকে ভেনেজুয়েলা তাদের ক্যারিবীয় দ্বীপ লা অর্চিলা-তে তিন দিনের সামরিক মহড়া শুরু করেছে। প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো নাগরিকদের মিলিশিয়া প্রশিক্ষণে যোগ দিতে আহ্বান জানিয়ে বলেন, যুক্তরাষ্ট্র সরকার উৎখাত ও তেল সম্পদ দখলের ষড়যন্ত্র করছে।

ওয়াশিংটন এর আগে মাদুরোর বিরুদ্ধে মাদক কার্টেল পরিচালনার অভিযোগ এনেছে এবং তার গ্রেপ্তারে ৫০ মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা করেছে।

মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করেছেন, সম্প্রতি তাদের বাহিনী ক্যারিবীয় অঞ্চলে তিনটি নৌকা ধ্বংস করেছে। তবে কেবল দুটি হামলার ভিডিও প্রকাশ করা হয়েছে, যেখানে ১৪ জন নিহত হয়। নিহতদের ট্রাম্প “মাদক-সন্ত্রাসী” হিসেবে অভিহিত করেন।