আন্তর্জাতিক ডেস্ক : ভেনেজুয়েলায় ন্যূনতম মজুরি ৫০ শতাংশ বাড়ানো হয়েছে। একইসঙ্গে পেনশনও বাড়ানো হয়েছে।
আকাশচুম্বী মূল্যস্ফীতির লাগাম টেনে ধরতে সরকার এ উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। তিনি দাবি করেছেন, এ উদ্যোগ বাস্তবায়িত হলে চাকরি ও আয়ের সুরক্ষা দেওয়া যাবে। তবে সমালোচকরা বলছেন, এতে পরিস্থিতি আরো নাজুক হবে।
বিবিসি অনলাইনের এক খবরে সোমবার এ তথ্য জানানো হয়েছে।
বিরোধী শিবির অভিযোগ করেছে, তেলসমৃদ্ধ ভেনেজুয়েলার অর্থনীতি ধ্বংস করে দিচ্ছেন মাদুরো। কিন্তু মাদুরোর অভিযোগ আবার তাদের বিরুদ্ধে। তিনি দাবি করেছেন, রাজনৈতিক বিরোধী ও ব্যবসায়ীদের শত্রুতার কারণে তিনি অর্থনৈতিক যুদ্ধের মুখে পড়েছেন।
আন্তর্জাতিক মুদ্রা তহবিল জানিয়েছে, ২০১৭ সালে ভেনেজুয়েলার মূল্যস্ফীতি ১৬০০ শতাংশে পৌঁছাবে। এ নিয়ে বিরোধীরা বিক্ষোভ, সমাবেশ করলেও মাদুরো দেশ চালাচ্ছেন নিজস্ব কায়দায়।
মাদুরো ঘোষণা করেছেন, তার দেশে ন্যূনতম মজুরি হবে মাসে ৪০ বলিভার। এ পরিমাণ বলিভার ভাঙালে ৬০ ডলার (৪৯ পাউন্ড) পাওয়া যায়। তবে কালো বাজারে ৪০ বলিভারে মাত্র ১২ ডলার পাওয়া যায়।
এক বছরে পাঁচবারের মতো মজুরি বাড়ানো হলে ভেনেজুয়েলায়। মাদুরো বলেছেন, এতে সরকারি চাকরিজীবী, সশস্ত্র বাহিনীর সদস্য ও পেনশনে যাওয়া ব্যক্তিরা উপকৃত হবেন।