
আন্তর্জাতিক ডেস্ক : শনিবার প্রধান শহরগুলোতে বিক্ষোভ হয়েছে। রাজধানী কারাকাসে বিক্ষোভকারীদের হাতে লেখা প্ল্যাকার্ডে ছিল ‘ভেনেজুয়েলায় আর একনায়কত্ব নয়’। সীমান্তবর্তী শহর সান ক্রিস্টোবালে মুখোশ পরিহিত তরুণরা পুলিশকে লক্ষ্য করে পাথর ছুঁড়ে মেরেছে।
সান ক্রিস্টোবালে বিক্ষোভকারীদের একজন ৩৩ বছরের মারিয়া দিয়াজ বলেন, ‘আমরা আর মৃত্যু চাই না। আমরা বেতন চাই যা দিয়ে কিছু করা যায় এবং ওষুধ কেনা যায়। সরকার এই দেশে খাদ্য ও শিক্ষা খাতের চেয়ে গুলি ও অস্ত্র কেনায় বেশি অর্থ খরচ করছে।’
ভেনেজুয়েলায় প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোবিরোধী আন্দোলন শনিবার ৫০তম দিনে গড়িয়েছে। এ দিনও কয়েক হাজার বিক্ষোভকারী মাদুরোর পদত্যাগ দাবিতে বিক্ষোভ করেছে।
মাদুরোর পদত্যাগ ও নির্বাচন দাবিতে গত এপ্রিল মাস থেকে আন্দোলন শুরু করে বিরোধী দলগুলো। ২০১৩ সালে মাদুরো ক্ষমতা গ্রহণের তাকে এ যাবৎকালের সবচেয়ে বড় বিক্ষোভের মুখে পড়তে হয়েছে। গত ৫০ দিনে বিক্ষোভ চলাকালে দেশটিতে ৪৬ জন মানুষ খুন হয়েছে। এরা সবাই পুলিশ ও বিক্ষোভকারী । বিক্ষোভের সুযোগে ভেনেজুয়েলার কয়েকটি শহরে ব্যাপক লুটপাটের ঘটনাও ঘটেছে। স্থানীয় অধিকার কর্মীদের দাবি, সরকার এ পর্যন্ত ২ হাজার ৬০০ বিক্ষোভকারীকে আটক করেছে।
তেলের দাম পড়ে যাওয়ায় কয়েক বছর ধরে ভেনেজুয়েলায় মুদ্রার অবমূল্যায়ন ঘটেছে। দেশটিতে খাদ্য , ওষুধ ও বিদ্যুৎ সংকট দেখা দিয়েছে। এর জন্য বিরোধীরা মাদুরোকে দায়ী করে আসছে। তবে মাদুরো দাবি করেছেন, যুক্তরাষ্ট্র তাকে ক্ষমতা থেকে সরানোর জন্য বিরোধীদের দিয়ে ষড়যন্ত্র করছে।