ভেড়ামারায় জঙ্গি আস্তানা ঘিরে ১৪৪ ধারা জারি করা হয়

কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ার ভেড়ামারায় জঙ্গি আস্তানার পাঁচশ’ গজের মধ্যে জনসাধারণের চলাচল নিষিদ্ধ করছে উপজেলা প্রশাসন।

শনিবার বিকেল ৪টায় মাইকিং করে জঙ্গি আস্তানা ঘিরে ১৪৪ ধারা জারি করা হয়। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ১৪৪ ধারা বলবৎ থাকবে। জনসাধারণকে রাস্তায় চলাচল না করার পরামর্শ দেওয়া হয়েছে। জনসাধারণের নিরাপত্তার জন্য এ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান জানিয়েছেন।

এদিকে বেলা ৩টা ৪৫ মিনিটে ঘটনাস্থলে পৌঁছেছেন খুলনার অতিরিক্ত ডিআইজি হাবিবুর রহমান।