ভৈরবকে জেলা ঘোষণা করার দাবিতে সোমবার (২৭ অক্টোবর) ছাত্র-জনতা রেলস্টেশনে অবরোধ কর্মসূচি পালন করে। অবরোধ চলাকালে একটি ট্রেনে আন্দোলনকারীরা পাথর নিক্ষেপ করলে ট্রেনের ইঞ্জিন ও দুটি বগির কিছুটা ক্ষতি হয়। এ ঘটনায় ভৈরব রেলওয়ে স্টেশন মাস্টার ইউছুফ বাদী হয়ে সোমবার রাতে একটি মামলা করেছেন রেলওয়ে থানায়।
মামলায় অজ্ঞাত ১০০-১৫০ জনকে আসামি করা হয়েছে। সন্দেহজনক তিন যুবককে রেলওয়ে পুলিশ রাতেই গ্রেফতার করে। এরা হলেন- ফাহিম (১৬), আরমান (১৫) ও সাজন (১৭)।
মামলার এজাহারে বলা হয়, সোমবার সকালে ভৈরবকে ৬৫তম জেলা করার দাবিতে ব্যানার, ফেস্টুন নিয়ে ‘পল্লী জাগরণী সংঘ’ নামের একটি স্থানীয় সংগঠনের সদস্যরা ২০০/২৫০ জন অজ্ঞাতনামা লোকজন নিয়ে রেলস্টেশন অবরোধ করে। এ সময় আন্দোলনকারীরা সকাল সাড়ে দশটায় ঢাকাগামী উপকূল এক্সপ্রেস ট্রেনটি লাল সালু কাপড় দেখিয়ে স্টেশনে আটকে দেয়। ট্রেনটির কোনো বিরতি ছিল না ভৈরব রেলস্টেশনে। খবর পেয়ে উপজেলা বিএনপির সভাপতি মো. রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. আরিফুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি হাজি শাহিন রেলস্টেশন পৌঁছে আন্দোলনকারীদের সঙ্গে আলোচনা করে ট্রেনটি ছাড়ার ব্যবস্থা করেন।
কিন্তু ট্রেনটি বেলা ১১টা ৪২ মিনিটে ছাড়ার আগমুহূর্তে ১০০-১৫০ অবরোধকারী লোকজন দলবদ্ধভাবে ট্রেনের ইঞ্জিন ও বগিতে পাথর নিক্ষেপ করতে থাকে। এ সময় স্টেশনে অবস্থানরত যাত্রীরাসহ ট্রেনের যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়ে। ঘটনার সময় পাথর নিক্ষেপে ট্রেনের ইঞ্জিন কোচের লুকিং গ্লাস, একটি হেডলাইট, একটি সাইড গ্লাস, গার্ডরুমের একটি গ্লাস, খাবার বগির একটি গ্লাসের ক্ষতি হয়।
মামলায় স্বাক্ষী করা হয়- ট্রেনের গার্ড সজিব চন্দ্র দাস, সহকারী গার্ড শফিকুল ইসলাম, ট্রেনের এলএম আবদুল লতিফ ও কবির হোসেনকে।
ভৈরব রেলস্টেশন মাস্টার মো. ইউছুফ বলেন, আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে তাদের নির্দেশ মোতাবেক মামলাটি করেছি। ট্রেন রাষ্ট্রীয় সম্পদ। আন্দোলনকারীরা ট্রেনটি আটকের পর পাথর ছুঁড়ে ক্ষতিসাধন করেছে, যা রাষ্ট্রীয় অপরাধ।
ভৈরব রেলওয়ে থানার ওসি মো. সাইদ আহমেদ জানান, রেলস্টেশনে ট্রেনে পাথর নিক্ষেপের ঘটনায় স্টেশন মাস্টার সোমবার রাতে বাদী হয়ে ১০০-১৫০ অজ্ঞাত লোককে আসামি করে থানায় একটি মামলা করে। ওই মামলায় সোমবার রাতেই পুলিশ ৩ জনকে গ্রেফতার করেছে। ঘটনার সঙ্গে জড়িত বাকি অপরাধীদেরকে চিহ্নিত করে গ্রেফতার করতে পুলিশ চেষ্টা করছে।


