জনগনের স্বার্থে দ্রুতই ভোক্তা অধিকার আইনকে আরও শক্তিশালী করা হবে। এরপর তা বাস্তবায়নে বিভিন্ন পদক্ষেপ নেয়া হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। শনিবার (২৬ অক্টোবর) টিএসসি মিলনায়তনে ভোক্তা অধিকার সম্মেলনে এ কথা বলেন তিনি।
আসিফ মাহমুদ বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের কোনো আলাদা রাজনৈতিক পরিচয় নেই। ফলে সরকার পক্ষপাতিত্বের ঊর্ধ্বে উঠে কাজ করতে পারছে। সঠিক ব্যবস্থা নেয়ার ফলে দ্রব্যমূল্যের উর্ধ্বগতি কিছুটা কমেছে। শীতের সবজি বাজারে আসলে দাম আরও কমবে বলেও মন্তব্য করেন তিনি।
তিনি আরও বলেন, কমোডিটি মার্কেটের প্রতিষ্ঠানগুলো সদিচ্ছা দেখালে দ্রুত সময়ের মধ্যে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আনা সম্ভব। এ সময় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট সবাইকে নিজ থেকে এগিয়ে আসার আহ্বানও জানান তিনি।
বাণিজ্য সচিব মো. সেলিম উদ্দিন বলেন, ডিমের দাম বৃদ্ধির জন্য মধ্যস্বত্ত্বভোগী ও উৎপাদনকারীদের সিন্ডিকেট দায়ী। এ বিষয়ে কার্যকর পদক্ষেপ নেয়ায় ফলে ডিমের দাম ৩০ টাকা পর্যন্ত কমেছে।
এদিকে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সাবেক চেয়ারম্যান বলেন, শুধু লোকবল ও আইনের কারণে ভোক্তা ও নিরাপদ খাদ্য অধিদফতর এতদিন সঠিকভাবে কাজ করতে পারেনি। ফলে গোটা জাতিকেই ভুগতে হয়েছে।