ভোটগ্রহণ পক্ষ নাকি নিরপক্ষ হয়েছে!

আন্তর্জাতিক ডেস্কঃ তৃতীয় দফা ভোটগ্রহণ শেষ হল আলোচনায় থাকা ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের। চলতি (এপ্রিল) মাসে সর্বমোট আট দফায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে পশ্চিমবঙ্গ নির্বাচন। ভারতের এই বিধানসভা নির্বাচনের ফল ঘোষণা করা হবে আগামী ২ মে। এরেইমধ্যে বিভিন্ন বিক্ষিপ্ত ঘটনার পরেও দুই দফায় মোট ৬০ আসনের ভোটগ্রহণ সমাপ্ত হয়ে গেছে।

তারমধ্যে ছিল একে অপরের বিরুদ্ধে জালিয়াতি, সংঘর্ষ, নির্বাচন প্রভাব বিস্তারসহ হাজারো অভিযোগ। প্রতিদিন সংবাদ সম্মলনে বিজেপি-তৃণমূল প্রার্থীদের অভিযোগের শেষ ছিল না।

আজ মঙ্গলবার (৬ এপ্রিল) তৃতীয় দফায় দক্ষিণ ২৪ পরগনা, হুগলি, হাওড়া– এই তিন জেলার ৩১টি আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। তৃতীয় দফার নির্বাচনে মোট ভোট পড়েছে ৭৭.৬৮ শতাংশ। ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

গণমাধ্যমের প্রতিবেদনে দেখা যায়, বিকেল ৫টা পর্যন্ত হুগলিতে ভোট পড়েছে ৭৯ শতাংশ, হাওড়ায় ৭৮ শতাংশ ও দক্ষিণ ২৪ পরগনায় ৭৭ শতাংশ। সবমিলিয়ে এবারের ৩১টি আসনের নির্বাচনে ভোট পড়েছে ৭৭.৬৮ শতাংশ।

তৃতীয় দফার নির্বাচনে নানা অনিয়মের অভিযোগ উঠেছে। এই নির্বাচনে তৃণমূল, বিজেপি, সিপিএম সবাই একে-অপরের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন। বিকেল ৫টার দিকে অভিযোগ নিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ বাম রাজনীতিবিদরা। তাদের অভিযোগ, কেন্দ্রীয় বাহিনী ও কমিশনের আধিকারিকরা দায়িত্ব পালনে ব্যর্থ। তাই তারা অভিযুক্ত কর্মীদের সরিয়ে দেয়ার দাবি জানিয়েছেন।

পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী বিজেপির হয়ে ভোট দিচ্ছে এমন অভিযোগ তুলে দুপুর ১২টার দিকে আরামবাগের তৃণমূল প্রার্থী সুজাতা খাঁ বুথে পৌঁছালে তার ওপর হামলা হয় বলে অভিযোগ করেন তিনি। নারী পুলিশের উপস্থিতিতে স্থানীয়রা তাকে মারধর করেন বলে জানান। এই ঘটনায় এখন পর্যন্ত পাঁচজনকে আটক করা হয়েছে বলে জানা যায়। এছাড়াও বিজেপির পক্ষ থেকে বিভিন্ন কেন্দ্রে তৃণমূলের কর্মীরা জাল ভোট দিচ্ছেন বলে অভিযোগ উঠেছে।